কলকাতা টেস্ট: ভারতকে ৩০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের একাংশ
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

কলকাতায় প্রথম টেস্টে স্বাগতিক ভারতকে ৩০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ১২৪ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ ইনিংসে ৯৩ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

৭ উইকেটে ৯৩ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ও করবিন বশের দৃঢ়তায় ৬০ রান যোগ করতেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।

দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন বাভুমা। ভারতের রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট। জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ভারত।

আরও পড়ুন:

তিনে নামা ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া আক্সার প্যাটেল করেন ২৬ রান। অসুস্থতার কারণে এ ইনিংসে ব্যাট করতে পারেননি শুভমান গিল।

সাইমন হার্মারের ঘূর্ণিতে শেষ পর্যন্ত ৯৩ রানে গুটিয়ে যায় ভারত। হার্মার একাই নেন ৪ উইকেট। গৌহাটিতে ২২ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

এফএস