ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও বেহাল দশা উইন্ডিজদের, বড় হারের শঙ্কা

ভারতের বিপক্ষে ফের ফলো-অনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ
ভারতের বিপক্ষে ফের ফলো-অনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের আরও একবার ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছে। দিল্লিতে দ্বিতীয় টেস্টে ফলো-অনে পড়ে আবারও ব্যাট করতে নেমে ৯৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে প্রথম ইনিংসে ২৪৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন:

এরপর রোস্টোন চেজের দলকে ফলো-অনে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। এতে আবারো ব্যাট করতে নামে সফরকারীরা। তৃতীয় দিনের খেলা শেষে উইন্ডিজদের সংগ্রহ ২ উইকেটে ১৭৩ রান।

প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করে ১৭৫ রানের ইনিংস উপহার দেন যশস্বী জয়সওয়াল। ১২৯ রানে অপরাজিত ছিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল।

এসএইচ