ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপে সিনিয়রদের পারফরম্যান্সে হতাশ বিসিবি সভাপতি

হেড কোচ হাথুরুসিংহের বিদায়ে ইতিবাচক বিসিবি সভাপতি। যদিও হাথুরুর চুক্তি শেষ হওয়ার আগে এ বিষয়ে মুখ খুলতে নারাজ নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বোর্ড সভা শেষে ক্রিকেট বোর্ড সভাপতি বলেন, 'বিশ্বকাপে সিনিয়রদের পারফরম্যান্সে হতাশ তিনি।'

বিশ্বকাপের পর ক্রিকেট বোর্ডের জরুরি সভা। উপস্থিত বিসিবি সভাপতিসহ বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকও।

দুপুর তিনটার মিটিং গিয়ে শুরু হয় বিকেল ৪টায়। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা ম্যারাথন সভা শেষে ঘড়ির কাটা যখন প্রায় রাত আটটা ছুঁইছুঁই তখন গণমাধ্যমের সামনে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আলোচনার কেন্দ্রে তখন বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স। সেখানে বিসিবি বস জানালেন নিজের মিশ্র প্রতিক্রিয়ার কথা। তাছাড়া দলে থাকা সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলেন ক্রিকেট বোর্ড প্রধান। আর সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে সেমি ফাইনালের সমীকরণ না মেলানোর অনিচ্ছার ব্যাপারটি নিয়ে ক্রিকেটারদের সমালোচনা করেন বিসিবি প্রধান।

বিসিবি প্রধান বলেন, 'রিশাদ, তানজিম সাকিব, তৌহিদ হৃদয় এদের খেলা আমাদের চোখে পড়েছে। ওরা ভালো খেলেছে আমরা এক্সপেক্টেশন করি নাই কিন্তু ওরা ভালো খেলেছে। কিন্তু সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ওরা যেভাবে খেলার কথা ছিল সেভাবে খেলেনি।'

আলোচিত কোচ চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ শেষ হবে আসছে বছর ফেব্রুয়ারিতে। তাকে নিয়ে বিসিবির পরিকল্পনা কি সেটাও পরিষ্কার করে না বললেও হাথুরুর বিদায়ের ইঙ্গিত ছিল বোর্ড প্রধানের কথায়।

তিনি বলেন, 'মোশতাকের সাথে আমাদের কথা বার্তা হচ্ছে। এছাড়াও অন্যান্যদেরও দেখছি।'

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরও হতশ্রী পারফরম্যান্স নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। নামমাত্র তদন্ত কমিটি করেও পাওয়া যায়নি সেই রিপোর্ট। এবারো যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যে হতাশার গল্প রচনা করলো শান্তরা তার উত্তর কী মিলবে? নাকি থেকে যাবে অজানাই।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর