যদিও এদিন শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৮ রানে জনসন চার্লসকে শূন্য রানে আউট করে দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন আলেই নাও। এরপর বৃষ্টি বাধায় ২০ মিনিট বন্ধ থাকে।
আবারও ম্যাচ শুরু হলে দলের হাল ধরেন কিং ও পুরানা। এরপর দ্রুত কয়েক উইকেট হারিয়ে বিপাকে পরে উইন্ডিজ। শেষদিকে চেজ ও আন্দ্রে রাসেল দলকে জিতিয়ে মাঠে ছাড়েন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাপুয়া নিউগিনি। দলীয় মাত্র ৫ রানেই টনি উরাকে ফেরান রোমারিও শেফার্ড। এরপর ২ রানের ব্যবধানে ওয়ানডাউনে নামা লেগা সিয়াকাকে ২ রানে বোল্ড করেন আকিল হোসেন। সেখান থেকে সেসে বাউকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন অধিনায়ক আসাদ ভালা।
এরপর ২১ রানে ভালাকে আউট করে এই জুটি ভাঙেন জোসেফ। তবে একপ্রান্তে ম্যাচের হাল ধরে রাখেন সেসে বাউ। তিনি ফিফটি করে আউট হলে আর কেউ বড় স্কোর করতে পারেননি।
তবে শেষদিকে দরিগার ১৮ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৩৬ রানের পুঁজি পায় দলটি।