নভেম্বরে গণভোটের দাবি অযৌক্তিক: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

নভেম্বরে গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করার আহ্বান জানান তিনি। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় গণভোটের জন্য অতিদ্রুতই সরকারকে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান সাইফুল হক।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দেশ যখন নির্বাচনের পথে তখন দেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্বেগের সৃষ্টি করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের বিতর্কিত ও অকার্যকর উপদেষ্টাদের এখনই অব্যাহতি দেয়া জরুরি।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিযোগিতা যেন সহিংসতা পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

এসএস