জুলাই গণঅভ্যুত্থান দিবস: হিলিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল

হিলিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল
হিলিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল | ছবি: এখন টিভি
1

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাকিমপুর শাখা। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) এ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।

এদিন বেলা সাড়ে ১১টায় হিলি চারমাথা থেকে দলটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার,ফ্যাস্টুন হাতে এ গণমিছিল বের করে। পরে বন্দর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয় এ মিছিল।

আরও পড়ুন:

গণমিছিল শেষে হিলি চারমাথা মোড়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। সমাবেশ শেষে জুলাই আন্দোলনে শহিদ ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়াও করা হয়।

এসএইচ