তিনি বলেন, '২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বলেছিল আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেব। আল্লাহর রহমতে আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ায় কথা বলার সুযোগ পেয়েছি। দুঃশাসন শেষ হয়েছে কিন্তু শোষণ কি শেষ হয়েছে? আজকে যুবক, মহিলা, পুরুষ জীবন দিতে শিখে গেছে। যে জাতি জাগে, সে জাতি কখনো হারেনা। আল্লাহর আইন যতদিন চালু না হবে, ততদিন আমাদের আন্দোলন শেষ হবে না।'
আরো পড়ুন: 'এদেশে যারা জন্ম নিয়েছে তারাই দেশের নাগরিক, সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ট বলে দেশে কিছু নেই'
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল খালেক, সাবেক জেলা আমীর মোহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর নুরুল হুদা, জেলা সম্পাদক মাও. আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে উপজেলার ১১ ইউনিয়নের জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের অংশগ্রহণে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।