এসময় জামায়াতের আমীর বলেন, 'আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মাঝে সাম্প্রদায়িকতা তৈরি করেছে।'
এছাড়া ভারত প্রসঙ্গে তিনি বলেন, 'পার্শ্ববর্তী কোন দেশের মানুষকে কষ্ট দিতে চাই না। তবে প্রতিবেশি দেশও যাতে বাংলাদেশের মানুষের উপরে কিছু চাপিয়ে না দেয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।'
এর আগে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলসহ জামায়াতের জনসভায় জড়ো হন দলীয় নেতাকর্মীরা।