দেশে এখন
0

এইচএসসির ফল পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ৫৩ শিক্ষার্থী আটক

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। পরে এসব শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ (বুধবার, ২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় তাদের আটক করা হয়।

এর আগে বিকেল ৩টায় এইচএসসির ফল পুনরায় মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ঢুকে পড়েন। এরপর তারা ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেন। এ ভবনেই রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে অবস্থান নিয়ে তারা ফল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ঘিরে রাখে। এরপর বিকেল সাড়ে ৩টায় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তাদের সচিবালয় থেকে বের করে দেয়ার চেষ্টা করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি অংশ। ছবি: এখন টিভি

একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। এতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। শিক্ষার্থীরা মুক্তাঙ্গনের দিকের গেটের দিকে ছুটে যান। কিন্তু গেট বন্ধ থাকায় অনেকে বের হতে পারেননি।

বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি বড় অংশকে সচিবালয়ের ভেতর থেকে বের করে দিতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আর কিছুসংখ্যক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশ সচিবালয়ে ঢুকে বিক্ষোভকারী ৫৩ জনকে আটক করেছে। দু'টি প্রিজন ভ্যানে করে বিকেল পৌনে ৪টার দিকে তাদেরকে নিয়ে যায় পুলিশ।

এসএস