শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউর উপাচার্যসহ ডিনদের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলন
শিক্ষার্থীদের আন্দোলন | ছবি: সংগৃহীত
0

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আবুল কাশেম মিয়া পদত্যাগ করেছেন। এছাড়াও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালক। শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এ সময় ফেসবুক পোস্টে উপাচার্যের পদত্যাগপত্র এবং ১০ জন ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকের সাক্ষর করা পদত্যাগপত্রের ছবি শেয়ার করা হয়।

তবে শিক্ষার্থীরা বলছেন, তারা শুধু ভিসি এবং সিএসসি বিভাগের প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে অচল করে ভিসি এক ধরনের সিন্ডিকেট তৈরি করায় অন্যান্য বিভাগের প্রধানরাও পদত্যাগ করেছেন।

এসময় অন্যান্য বিভাগীয় প্রধানের পদত্যাগপত্র প্রত্যাহার না করা পর্যন্ত শিক্ষার্থীরা অনশন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন।

ইএ