কানাডায় স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়ি হামলা

লাপু লাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভ্যাল
লাপু লাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভ্যাল | ছবি: সংগৃহীত
0

কানাডায় নির্বাচনী প্রচারণার শেষদিনে ভ্যাঙ্কুভারে স্ট্রিট ফেস্টিভ্যালে পথচারিদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নির্বাচনের মাত্র একদিন আগে, এ ধরনের ঘটনাকে ভয়াবহ ও ধ্বংসাত্মক উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে গাড়ি চালককে আটক করেছে পুলিশ।

ফিলিপিনো সংস্কৃতির লাপু লাপু উৎসব চলাকালে একটি ঘাতক গাড়ি ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিলে বেশ কয়েকজন নিহতের ঘটনায় এ তৎপরতা বলে নিশ্চিত করেছে পুলিশ। এমনকি কানাডার ফেডারেল নির্বাচনের ঠিক এক দিন আগে এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্যাপক হতাহতের ঘটনায় ৩০ বছর বয়সী সন্দেহভাজন এক গাড়ি চালককে আটক করে হেফাজতে নেয়ার কথা নিশ্চিত করেছে ভ্যাঙ্কুভার পুলিশ। এমনকি তদন্তের স্বার্থে কারও কাছে কোনো তথ্য থাকলে জরুরি নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

লাপু লাপু উৎসবে হওয়া এ ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন কানাডার লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক বিবৃতিতে নিহত ও আহতদের প্রিয়জনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। এমনকি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষক ও তদন্তের আশ্বাস দিয়েছেন। এছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছেন বিরোধীদল কনজারভেটিভ দলের নেতা পিয়েরে পলিয়েভসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও।

লাপু লাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভ্যাল। এটি ফিলিপিনো সংস্কৃতি উদযাপন ও লাপু লাপু নামে পরিচিত দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়। দাতু লাপু লাপু ছিলেন ফিলিপাইনের প্রথম জাতীয় বীর।

১৫২১ সালে স্প্যানিশ উপনিবেশবাদীদের বিরুদ্ধে ম্যাকটান যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০২৩ সাল থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ২৭ এপ্রিল দিনটি লাপু লাপু ডে হিসেবে স্বীকৃত। উৎসবটি আয়োজিত হয় দক্ষিণ ভ্যাঙ্কুভারের সানসেট এলাকায়।

ইএ