ধর্ম
দেশে এখন
0

আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজ (বুধবার, ৯ অক্টোবর) ভোর থেকে ঢাক-ঢোল, কাঁসা ও শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ।

ভক্তরা প্রতিমা দর্শন ও প্রণামের মাধ্যম আশীর্বাদ চাচ্ছেন দেবী দুর্গার কাছে। ঢাকা মহানগরে ২৫৩টিসহ সারাদেশে সরকারি হিসেব অনুযায়ী, এ বছর ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে পূজা উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটগুলো পূজা মণ্ডপের বিশেষ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

এবার দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে। আর গমনের কথা রয়েছে ঘোড়ায় করে।

১৩ অক্টোবর বিজয়া দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই উৎসব।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর