রোববার (২৭ এপ্রিল) মার্কিন মাদক নিয়ন্ত্রক সংস্থা জানায়, অভিযানের সময় ক্লাবটিতে ২০০-এর বেশি মানুষ থাকলেও এদের মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করছিল বিভিন্ন দেশের ১১৪ জন।
তাদের আটকের পর দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসনবিরোধী পদক্ষেপ জোরদার করেছে প্রশাসন।
তবে এক অভিযানে এতো সংখ্যক অভিবাসীকে গ্রেপ্তারের ঘটনা এটাই প্রথম।
এক দিন আগেই ফ্লোরিডা অঙ্গরাজ্যে চার দিনের অভিযানে প্রায় ৮০০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের খবর জানায় দেশটির অভিবাসন ও শুল্কবিষয়ক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আইস।