স্বাস্থ্য
দেশে এখন
0

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে মৃত্যু হয়েছে পাঁচজনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮১ জন। আজ (মঙ্গলবার, ৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃতদের পাঁচজনের মধ্যে চারজনই রাজধানী ঢাকায়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চারজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৯৬ জন হলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার আওতাভুক্ত। এবং ডিএসসিসি এলাকা থেকে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮০ জন। এছাড়াও রাজধানীর সিটি করপোরেশন এলাকার বাইরে থেকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা ১৫৯ জন।

এছাড়া বরিশাল বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, খুলনা বিভাগে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ৩০ ও সিলেট বিভাগে চার জন।

এসএস