সিলেটের বাজারে ক্রেতাদের চাহিদা বাড়ায়, মাছের দাম অনেকটাই বেড়েছে। বিশেষ করে ইলিশ এবং রুই মাছ চড়া দামে বিক্রি হচ্ছে। চাহিদার তুলনায় আমদানি না থাকায় ইলিশ মাছ কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশ ১৬০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
পহেলা বৈশাখের আগে চাঁদপুরের বাজারেও মাছের দাম চড়া। নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় চাষের মাছই ভরসা ক্রেতাদের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সব ধরনের মাছের দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। তবে, ময়মনসিংহের বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশ ও অন্যান্য মাছের দাম।
সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩ থেকে ৪শ' টাকা কমে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭ থেকে ১৮শ' টাকায়। এদিকে, বগুড়ার বাজারে নতুন করে বাড়েনি মাংসের দাম। বরং মুরগীর দাম কেজিতে কমেছে ১৫ থেকে ২০ টাকা। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ এবং খাসী বিক্রি হচ্ছে ১১শ' টাকায়।