আজ (শুক্রবার, ২৬ জুলাই) কারফিউ শিথিলতা আরও দুই ঘণ্টা বেড়ে শুরু হয়েছে সকাল ৮টা থেকে। এই শিথিলতা চলবে বিকেল ৫টা পর্যন্ত। তাই দোকান-পাট খুলেছে, সড়কে বেড়েছে মানুষ চলাচল।
শাহবাগ মোড়ে বেশ কিছু দোকান খুললেও বেঁচাকেনা এখনও জমে উঠেনি। দোকানিরা বলছেন, বিক্রি কম হওয়ায় কিছুটা হতাশা থাকলেও দোকান খুলতে পেরে স্বস্তিতে আছেন তারা।
একজন দোকানদার বলেন, 'গতকাল আর তার আগের দিন সকাল ৬টায় খুলে বিকাল ৫টাতেই বন্ধ করে দিয়েছি। আজকে সকাল থেকেই কারফিউ শিথিল চলছে। তারপরও আজকের বেচাকেনা কম।'
সড়কে ব্যক্তি পরিবহনের সঙ্গে গণপরিবহনও বেড়েছে বেশ। শাহবাগ মোড়ে গণপরিবহনকে দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে দেখা যায়। তবে যাত্রী কম থাকায় আক্ষেপ পরিবহন শ্রমিকদের।
একজন বাসচালক বলেন, 'এক সিগন্যালের মধ্যে আমাদের মহাজনের ইনকামটা হয়ে যায়। কিন্তু আজকে ইনকাম তো দূরের কথা তেলের টাকাও উঠবে না।'
রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অন্যান্য সড়কের চেয়ে যানবাহন বেশি ছিল। তাই একটু পর পরই তৈরি হচ্ছিলো যানজট।
অন্যদিকে কয়েকদিন ধরে যে সব দিনমজুর কাজের জন্য বের হতে পারেনি, এখন বের হতে পেরে খুশি তারা। জানান পরিবেশ আরও স্বস্তিদায়ক হলে তারা আরও নির্বিঘ্নে কাজ করতে পারবেন।
একজন দিনমজুর বলেন, 'আমরা তো গত কয়েকদিন কাজ করতে পারিনি। আমরা যারা দিনমজুর কাজ করতে না পারলে তো আমাদের সমস্যা। গাড়ি বন্ধ থাকলে আমাদের জন্য অনেক বেশি সমস্যা হয়।'
কারফিউ শিথিলতার মধ্যে মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো।