কমলাপুর রেলস্টেশন থেকে আজ সব ট্রেন সময়মতো না ছাড়লেও বেশিরভাগ ট্রেনই ছেড়ে যাচ্ছে। সোমবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ৩০ মিনিট দেরি করে ছেড়ে যায়। এর বাইরে বাকি ট্রেনগুলো ১০ থেকে ১৫ মিনিটের দেরিতে ছেড়ে গেছে। এদিকে আজ একটি ঈদ স্পেশাল ট্রেন দেওয়ানগঞ্জ যাবে।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। পরে তিনি বলেন, ‘যারা ঈদকে ঘিরে টিকিট কালোবাজারির পরিকল্পনা করছিলো এমন শতাধিক কালোবাজারিকে আইনের আওতায় আনা হয়েছে। স্টেশনে গোয়েন্দা সংস্থা ও র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযুক্ত কাউকে পেলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘ঈদকে ঘিরে কোনো নাশকতার তথ্য নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে।’
স্টেশন ঘুরে দেখা যায়, প্ল্যাটফর্মগুলোতে যাত্রীরা অপেক্ষা করছেন। তবে এবার যাত্রীদের উপচেপড়া ভিড় নেই। এছাড়া এবার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় ঈদযাত্রায় স্বস্তি ফিরেছে। আর স্টেশনে অবৈধ যাত্রীদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে ঈদ উদযাপনে সড়কপথে রাজধানী ছাড়ছেন অনেকে। বাস স্টেশনগুলোতেও ধীরে ধীরে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নেই।