চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত

দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহসহ এলাকাবাসী
দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহসহ এলাকাবাসী | ছবি: এখন টিভি
0

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় পাখি ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখি ভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দার পাড়ার সরোয়ার হোসেন (৭৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে পাখি ভ্যান যোগে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন তারা। এসময় একটি যাত্রীবাহী পরিবহন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ