আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু একথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের ভেতরে কিছু উপদেষ্টা এরইমধ্যে বিতর্কিত হয়েছেন। ব্যালট ও নির্বাচনকে সুষ্ঠু-বিশ্বাসযোগ্য করতে যুক্তরাজ্যেরও একটি দায়িত্ব রয়েছে।’
আরও পড়ুন:
বৈঠকে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তবে সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি।
আমির খসরু বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।’





