বন্যাকবলিত ফেনীতে বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্পেইন-ত্রাণ বিতরণ

0

বন্যাকবলিত ফেনীর বিভিন্ন দুর্গম এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী আজ ফেনীর ফুলগাজী উপজেলাস্থ বরাইয়া গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে।

এছাড়াও বন্যাকবলিত উক্ত দুর্গম এলাকাগুলোতে জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদানের জন্য বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বাংলাদেশ বিমান বাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে তারা।

এসএস