গাজার শরণার্থী শিবির নুসেইরাত ক্যাম্প বিমান হামলা করে এভাবেই একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন সাধারণ ফিলিস্তিনিরা। বিকেলের নামাজ শেষে হামলা হওয়ায় আল ফারুক মসজিদ ছিল ফাঁকা। এই হামলার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা।
পুরো গাজা উপত্যকার সব ফিলিস্তিনির দিন কাটছে এভাবেই হামলা আতঙ্কে। গেল ৪৮ ঘণ্টায় উপত্যকায় একশোর বেশি মানুষ মেরে ফেলেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে হামলা হয়েছে গাজা শহর, মধ্য গাজা আর গাজার দক্ষিণাঞ্চলে। এদিকে, উত্তর গাজায় কোনোরকমে কার্যক্রম পরিচালনা করা একমাত্র হাসপাতাল কামাল আদওয়ানেও হামলা করেছে ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী।
অধিকৃত পশ্চিম তীরে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে আইডিএফ। সেখানকার দখলদাররা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে স্বপ্ন দেখছেন, দখল করা এই এলাকাগুলো ভবিষ্যতে হয়ে যাবে ইসরাইলিদের। সঙ্গে শেষ হবে ভবিষ্যতে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হওয়ার স্বপ্ন।
এদিকে, গাজায় হামলার তীব্রতা বাড়ানোয় উপত্যকার এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। লেবাননের দক্ষিণাঞ্চলে পাঁচ শহরে হামলা সতর্কতা জারি করে আবার সেখানেই হামলা করছে আইডিএফ। ইসরাইলের উত্তর আর লেবাননের দক্ষিণের আকাশে উড়ছে ড্রোন। বৈরুতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চালানো হয়েছে বোমা হামলা। এদিকে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, ইসরাইলের সেনাবাহিনীর ওপর রাতভর ৩৪ বার হামলা করেছে তারা।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরিল।