নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গাজা-লেবাননে ইসরাইলের ব্যাপক হামলা
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে গাজা আর লেবাননে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ এমনকি অধিকৃত পশ্চিমতীরে অনবরত হামলা হচ্ছে বোমা, বিমান দিয়ে। সীমান্তে লেবাননের সঙ্গে চলছে তুমুল সংঘাত। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর হামলার নির্দেশে গাজা শহরের শুজাইয়া থেকে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা।