বিলম্বিত হচ্ছে অস্ত্রবিরতি কার্যকর, ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন গাজাবাসী
হামাস মুক্ত হতে যাওয়া বন্দিদের তালিকা প্রকাশ না করলে কোন যুদ্ধবিরতি নয়- ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন শর্তের পর তিন বন্দির নাম প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সঙ্গে সাময়িক স্বাধীনতা উদযাপনে রাস্তায় নেমেছে তারা। কিন্তু গাজাবাসী আশায় বুক বেঁধে থাকলেও সেই আশায় যেন গুড়েবালি। এতো চেষ্টার পরও শেষমুহূর্তে এসে বিলম্ব হচ্ছে অস্ত্রবিরতি কার্যকর। এদিকে, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় গাজায় হামলা শুরু করেছে আইডিএফ। এরমধ্যেই ঝুঁকি নিয়েই ঘরে ফেরার চেষ্টা করছেন উত্তরাঞ্চলের বাসিন্দারা।
সিরীয় সেনা ঘাঁটিতে রাতভর ইসরাইলের বিমান হামলা
সিরিয়ার লাতাকিয়া ও তার্তুস প্রদেশে সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদীনের তথ্য বলছে, যেসব স্থানে হামলা হয়েছে তার আশেপাশেই ছিল রাশিয়ার সামরিক ঘাঁটি। স্যাটেলাইট ইমেজের বরাতে রয়টার্স জানায়, এরইমধ্যে সেনাঘাঁটি ছেড়ে অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে লাকাতিকা বিমান ঘাঁটিতে পৌঁছেছে রুশ সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল-৪ এর প্রতিবেদন বলছে, শান্তিপূর্ণভাবে সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের পথ খুঁজছে মস্কো।
মাঝপথে থমকে যাবে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি!
ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হলেও এর স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে উভয়পক্ষ যখন একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের আনছে তখন বিশ্বাসযোগ্যতার ঘাটতিকে যুদ্ধবিরতি কার্যকরের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন তারা। এছাড়া ইসরাইল বা হিজবুল্লাহ যদি মনে করে, এই যুদ্ধবিরতিতে তাদের স্বার্থরক্ষা হচ্ছে না, তাহলেও মাঝপথে থমকে যাবে এই সাময়িক যুদ্ধবিরতি- এমন আভাসও দিচ্ছেন অনেকে।
সংঘাত বন্ধ হলেও লেবানন চলে গেছে কয়েক দশক পেছনে
এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধ হলেও চরম ক্ষয়ক্ষতিতে লেবানন যেন চলে গেছে কয়েক দশক পেছনে। দেশকে নেতৃত্ব দেয়া সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহ'ও পড়ে গেছে নেতৃত্ব, অর্থ, সমরাস্ত্র আর সেনা সংকটে। বিশ্বব্যাংক বলছে, এই দেশ পুনর্গঠনে প্রয়োজন ৮৫০ কোটি ডলার। অন্য কোনো আরব দেশের সহযোগিতার সম্ভাবনা কম থাকায় হিজবুল্লাহ অর্থ সহায়তার জন্য তাকিয়ে রয়েছে পরমাণু শক্তিধর দেশ ইরানের দিকে।
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গাজা-লেবাননে ইসরাইলের ব্যাপক হামলা
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে গাজা আর লেবাননে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ এমনকি অধিকৃত পশ্চিমতীরে অনবরত হামলা হচ্ছে বোমা, বিমান দিয়ে। সীমান্তে লেবাননের সঙ্গে চলছে তুমুল সংঘাত। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর হামলার নির্দেশে গাজা শহরের শুজাইয়া থেকে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজা-লেবাননের পাশাপাশি সিরিয়াতেও হামলা করছে ইসরাইল
গাজা আর লেবাননে হামলা চালানোর পাশাপাশি এবার সিরিয়াতেও হামলা করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ বলছে, সিরিয়া থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ'র অস্ত্র আনার সব পথ বন্ধ করে দিচ্ছে তারা। এদিকে ফিলিস্তিনিরা যেভাবে বাস্তুচ্যুত হচ্ছেন, এতে করে ইসরাইলের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থাগুলো। এমন অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুধু একের পর প্রস্তাব পাশ হচ্ছে, নেই আগ্রাসন বন্ধের কোন উদ্যোগ। ক্রমেই গাজা, লেবাননে বাড়ছে হতাহতের সংখ্যা।
যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে গাজায় আগ্রাসন বাড়িয়েছে ইসরাইল
কাতার যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে বেরিয়ে আসার পর গাজায় রাতারাতি আগ্রাসন বাড়িয়েছে ইসরাইল। শরণার্থী শিবির জাবালিয়ায় একদিনের হামলায় প্রাণ গেছে ৩২ জনের। বিরতিহীন ইসরাইলি হামলায় মানবেতর অবস্থায় পৌঁছেছে গাজা উপত্যকা। জাতিসংঘ বলছে, যাদের প্রাণহানি হয়েছে, তাদের ৭০ শতাংশই নারী ও শিশু।এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর আগ্রাসনে লেবাননেও একদিনে ৩১ জনের প্রাণহানি হয়েছে।
উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইসরাইলে হামলা করতে পারে ইরান
সময়ের সঙ্গে উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। লেবানন আর গাজায় একযোগে হামলা বাড়িয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলছে, ইরানের ইসরাইলে হামলার ঝুঁকি বেড়ে গেছে। এরমধ্যেই তারা সংকেত দিয়েছে, গাজা আর লেবাননে সেনা অভিযানের লক্ষ্য প্রায় শেষ। এখন সময় চুক্তিতে আসার। কিন্তু প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ থামানোর কোন সম্ভাবনা দেখছে না আন্তর্জাতিক সম্প্রদায়।
অ্যান্টনি ব্লিংকেনের সফরের মধ্যেই গাজায় হামলা বাড়িয়েছে আইডিএফ
লেবাননে স্থল অভিযান শুরুর পর বুধবার রাতভর বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। অন্যদিকে হিজবুল্লাহ ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরাইল সফরের মধ্যেই গাজার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। সীমান্তে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকট।
লেবাননের দক্ষিণাঞ্চলে পুরোদমে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল
লেবাননে পেজার আর ওয়াকিটকি বিস্ফোরণে ৩৭ জনের মৃত্যুর পর এবার দেশটির দক্ষিণাঞ্চলে পুরোদমে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। গাজায় যুদ্ধ শুরুর পর এই প্রথম এতো বড় পরিসরে লেবাননে হামলা চালালো তেল আবিব। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ ঘটিয়ে সব সীমা অতিক্রম করেছে ইসরাইল। এদিকে বারবার ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির আহ্বান আসছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে।
ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ‘কয়েক ডজন’ রকেট হামলা
লেবাননে ইসরাইলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ‘কয়েক ডজন’ রকেট নিক্ষেপ করেছে। এমনটাই জানিয়েছে হিজবুল্লাহ।
রাফাহ শহরে হামলা আরও জোরালো করছে ইসরাইল
আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করে রাফাহ শহরে হামলা আরও জোরালো করছে ইসরাইলি বাহিনী। এরই মধ্যে মিশরের সঙ্গে থাকা গাজা উপত্যকার পুরো সীমান্ত নিয়ন্ত্রণে নেয়ার দাবি করছে ইসরাইল। এদিকে গাজায় চলতি বছরের শেষ পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছে ইসরাইল।