যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

রাফা-খান ইউনিসে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা

গাজার রাফা সীমান্তে ও খান ইউনিসে আবারও অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে ৪০ ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে।

হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ফিলিস্তিনি গাজা ছেড়ে মিশরে আশ্রয় নিয়েছে। শুক্রবার (২৮ জুন) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

এদিকে সময়ের সঙ্গে উত্তেজনা বাড়ছে লেবানন-ইসরাইল সীমান্তে। শনিবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চল সীমান্তে হিজবুল্লার মিলিটারি ঘাঁটি লক্ষ্য করে বোমা ছুড়ে ইসরাইলি সেনারা। হিজবুল্লাহ-ইসরাইল চলমান এ উত্তেজনা মধ্যে ৭ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।

এর মধ্যে সৌদি আরবে নাগরিকরাও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর