ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় রোববার কেঁপে ওঠে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ। কয়েক সেকেন্ডেই ধূলিসাৎ হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহনও। প্রাণ হারান সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাইথাম আলি তাবাতাবাইসহ বেশ কয়েকজন। আহত হয়েছেন আরও অনেকে। অ্যাম্বুলেন্সের শব্দে ভারি হয়ে ওঠে চারপাশ।
শীর্ষ এই কমান্ডারের মাথার জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিলো যুক্তরাষ্ট্র। তাকে হত্যার লক্ষ্যই হামলার দাবি ইসরাইলের। মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির পর শর্ত লঙ্ঘন করে তাবাতাবাই হিজবুল্লাহকে শক্তিশালী করতে অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন বলেই টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর।
আরও পড়ুন:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আইডিএফ হিজবুল্লাহর সশস্ত্র প্রধান আলি তাবাতাবাইকে হত্যা করেছে। তার হাত অনেক ইসরাইলি এবং মার্কিনির রক্তে রঞ্জিত ছিলো। যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার জন্য ৫ মিলিয়ন ডলার নগদ পুরস্কার ঘোষণা করেছিলো। আমি আশা করি লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পূরণ করবে। না হলে হুমকি মোকাবিলায় হিজবুল্লাহর শক্তি-ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠায় বাধা দেয়ার জন্য আমরা যা কিছু করা প্রয়োজন তাই করবো।’
ইসরাইলের হামলায় সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নিহত হওয়ার খবর নিশ্চিত করে হিজবুল্লাহ জানায়, হামলা চালিয়ে গুরুতর সীমা লঙ্ঘন করেছে ইসরাইল। ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর থেকেই তা লঙ্ঘন করে আসছে ইসরাইল হামলা চালিয়ে আসছে। সম্প্রতি আক্রমণের মাত্রা আরও বাড়িয়েছে। এমনকি লেবানন সরকার আলোচনার জন্য রাজি হওয়ার দু'দিন পর বৈরুতে ভয়াবহ হামলা চালালো ইসরাইলি বাহিনী। যার কারণে এবার হিজবুল্লাহ-ইসরাইলের মধ্যে পূর্ণমাত্রায় সংঘাত উত্তেজনা তৈরির শঙ্কা করা হচ্ছে।
হিজবুল্লাহ নেতা আলী আম্মার বলেন, ‘গত বছর আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতায় একটি যুদ্ধবিরতি হয়েছিল, যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ছিল। চুক্তির ঘোষণা এবং হিজবুল্লাহ সামরিক অভিযান বন্ধের পরও ইসরাইল বেসামরিক ভবন, মানুষ লক্ষ্য করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই অঞ্চলটিও একটি বেসামরিক এলাকা।’
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, গত সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের উপর চাপ দিয়ে আসছে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র। এ আওতায় দেশজুড়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সেপ্টেম্বরে একটি পরিকল্পনা জারি করে লেবাননের সেনাবাহিনী।





