গাজার যুদ্ধ এখন মোড় নিয়েছে লেবাননের দিকে। ধোঁয়ায় আচ্ছন্ন লেবাননের দক্ষিণাঞ্চলের আকাশ। রাতভর বৈরুতসহ বেশ কয়েকটি শহরে লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলের সামরিক বাহিনী। হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালিয়ে হত্যা করা হয় সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনেও চালিয়ে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করে ইসরাইলিরা। ইসরাইলের অধিকৃত গোলান মালভূমি থেকে ছোড়া হয় তিনটি ক্ষেপণাস্ত্র।
হিজবুল্লাহ'র দাবি দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনাদের হটিয়ে দিয়েছে তারা। তাদের কামান ও রকেট হামলার মুখে লাব্বুনেহ ও বিদা শহর ছেড়ে যেতে বাধ্য হয় ইসরাইলের স্থল অভিযানের সেনারা।
এছাড়া ইসরাইলি সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ।
ইসরাইল জানায়, এখন পর্যন্ত লেবানন থেকে ৩ হাজারের বেশি রকেট হামলার শিকার হয়েছে দেশটি। শক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
হিজবুল্লাহকে নির্মূলে লেবাননের জনগণের সহায়তা চেয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। লেবাননকে হিজবুল্লাহমুক্ত করতে না পারলে গাজার মতো পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন তিনি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, 'লেবাননকে হিজবুল্লাহ থেকে মুক্ত করতে পারলে এই যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে। এটি নির্ভর করছে লেবাননের জনগণের ওপর। এসব সন্ত্রাসী গোষ্ঠীদের নির্মূল করলে লেবাননে আবার শান্তি ফিরবে, উন্নতির দিকে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম যুদ্ধে জড়াবে না। রক্তপাত বন্ধ হয়ে শান্তিতে একসঙ্গে বাস করবে ইসরাইল ও লেবাননের মানুষ।'
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও যুদ্ধের নতুন পরিকল্পনা সাজানোর চিন্তা ভাবনা করছেন নেতানিয়াহু। ইরানের ওপর কীভাবে হামলা চালানো হবে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলবেন তিনি।
এছাড়া যুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারণে প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টের যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন নেতানিয়াহু। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনও।
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, 'ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের সঙ্গে আমাদের সেক্রেটারি অস্টিনের কথা হয়েছে।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যালান্ট তার ওয়াশিংটন সফর আপাতত স্থগিত করেছেন। তবে শিগগিরই তাদের মধ্যে আবারও দেখা হবে বলে জানান তিনি।
এদিকে ইসরাইল বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন ইরানের হাজারো মানুষ।
ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে কানাডায় বিক্ষোভ করেছেন ফিলিস্থিনপন্থীরা।