‘দুটি খুব সাধারণ শব্দ: নিঃশর্ত আত্মসমর্পণ,’ বলছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির ‘উদ্দেশ্য খারাপ’।
হোয়াইট হাউসের নর্থ লনে সংবাদদাতাদের সাথে কথা বলছিলেন তিনি। তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন।
ইরান-ইসরাইল সংঘাতের লাইভ আপডেট:
‘আমি তা বলতে পারি না,’ একবার বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি আবার বলেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি।’—বিবিসি