‘আমি করতেও পারি, নাও পারি’, ইরানে হামলায় যোগ দেয়ার ব্যাপারে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: এএফপি
2

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও তার মতে, এটা কঠিন। তিনি বলেন, তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।

‘দুটি খুব সাধারণ শব্দ: নিঃশর্ত আত্মসমর্পণ,’ বলছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির ‘উদ্দেশ্য খারাপ’।

হোয়াইট হাউসের নর্থ লনে সংবাদদাতাদের সাথে কথা বলছিলেন তিনি। তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন।

ইরান-ইসরাইল সংঘাতের লাইভ আপডেট:

‘আমি তা বলতে পারি না,’ একবার বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি আবার বলেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি।’—বিবিসি

আসু