গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী নিহত এবং আরও নয়জন আহত হন।
এর আগের দিন, ১৬ ডিসেম্বর, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এমআইটির সঙ্গে সংশ্লিষ্ট এক অধ্যাপককেও গুলিবর্ষণে হত্যা করা হয়। তদন্তকারীরা দুটি ঘটনাকেই একই ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে ডিভি লটারি প্রোগ্রাম তাৎক্ষণিকভাবে স্থগিত রাখতে বলা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ কর্মসূচি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তদন্তে জানা যায়, হামলায় অভিযুক্ত ক্লাউডিও ম্যানুয়েল নেভেস ভ্যালান্তে (৪৮) পর্তুগালের নাগরিক এবং ব্রাউন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ২০০০ সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে ব্রাউন ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞানে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন, তবে পড়াশোনা অসম্পূর্ণ রেখে তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে তিনি ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা বা ডিভি–ওয়ান প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পান।
কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি স্টোরেজ স্থাপনায় মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আর জীবিত নেই বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে। তবে এ হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত তথ্য জানানো হয়নি।
ডাইভারসিটি ভিসা লটারি প্রোগ্রামটি মার্কিন কংগ্রেস প্রণীত একটি অভিবাসন কর্মসূচি, যার আওতায় প্রতিবছর প্রায় ৫০ হাজার গ্রিন কার্ড প্রদান করা হয়। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম, সেসব দেশের নাগরিকরা এ লটারিতে আবেদন করার সুযোগ পান। ২০২৫ সালের ডিভি লটারিতে বিশ্বজুড়ে প্রায় দুই কোটি মানুষ আবেদন করেছিলেন।
বিশেষজ্ঞদের মতে, কংগ্রেস অনুমোদিত একটি কর্মসূচি হওয়ায় ডিভি লটারি স্থগিতের এ সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ আসতে পারে। তবে আপাতত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ডিভি লটারির কার্যক্রম বন্ধ থাকছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডিভি লটারি প্রোগ্রামের বিরোধিতা করে আসছেন এবং এটিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ বলে দাবি করে আসছেন।





