সরাসরি আপডেট

ইরান-ইসরাইল সংঘাত
ইরান-ইসরাইল সংঘাত | ছবি: সংগৃহীত
6

কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইসরাইল সংঘাত

হামলা-পাল্টা হামলায় সংঘাত অব্যাহত রেখেছে ইসরাইল ও ইরান। ইরানের পরমাণু, সামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরাইল। পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র, ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। হামলার বিষয়ে নীতিগত অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। হত্যার হুমকি ও ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানালেও সাফ ‘না’ করে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার ইসরাইলির আবেদন

ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় পর্যুদস্ত ইসরাইলিরা এখন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন। এজন্য প্রায় ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গতকাল (মঙ্গলবার) এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

সংবাদমাধ্যমটির খবর, ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরাইলের কর কর্তৃপক্ষ। ১৩ জুন ইরান-ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এ তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘরবাড়ি-ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৮০৯টি। এ ছাড়া ৩ হাজার ৭১৩টি আবেদন জমা পড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে। যন্ত্রপাতি আর অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৮৫টি। ইসরাইল সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইসরাইলিদের কী পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটা এখনো জানানো হয়নি।

স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি: রাশিয়া

ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের ‘স্পষ্ট অবস্থানের’ কথা জানিয়েছে রাশিয়া। তারা এও স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক। তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অনেকে আগুনে পেট্রোল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।’

তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে ‘অত্যন্ত মূল্যবান’ বলে বর্ণনা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইসরাইলি হামলায় ১২ দিনে ইরানে নিহত ৬০৬ জন

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানির বরাত দিয়ে ইরানের গণমাধ্যম জানিয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েলি হামলায় ৬০৬ জন নিহত হয়েছে।

তিনি বলেছেন, পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন।

মন্ত্রী আরো জানান, গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে খারাপ হামলা দেখেছে, যেখানে ১০৭ জন নিহত হয়েছে।

সরকারি বিধিনিষেধের কারণে, বিবিসি সাংবাদিকরা ইরানের ভেতর থেকে রিপোর্ট করতে পারছেন না। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা কঠিন।

হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে, কাতারকে লক্ষ্য করে নয়: ইরান

সোমবার কাতারের মাটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ ঘাটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা কাতারকে উদ্দেশ্য করে হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঘাঁটিটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের এই পদক্ষেপটি ছিল আত্নরক্ষামূলক।

ইসমাইল বাঘাই এক্স পোস্টে লিখেছেন, ‘কাতার এবং অন্যান্য প্রতিবেশী দেশের প্রতি ইরান তার প্রতিবেশিদের সাথে আস্থা ও সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি আগ্রাসন নীতির কারণে এই অঞ্চলে আমাদের ভাতৃপ্রতিম দেশগুলোর সাথে যেন বিভেদ সৃষ্টি না হয় সে বিষয়ে আমরা সংকল্পবদ্ধ।’—বিবিসি

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে ‘তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেয়ার’ নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ ভোরে বলেছিলেন যে, ইসরাইল যদি হামলা বন্ধ করে তবেই তারা জবাব দেয়া বন্ধ করবেন।

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৬ জন গ্রেপ্তার

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৬ জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ছয়জন ইসরাইলের মোসাদ সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করছিল এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামাদান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় আইআরজিসি কর্মকর্তা আলী আকবর করিমপুরের বরাত দিয়ে বলা হয়, প্রদেশের হামাদান, রাজান এবং নাহাভান্দ শহরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ৯

ইরানের উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। এছাড়া চারটি বাড়ি ধ্বংস হয়েছে।

গিলানের গভর্নরের কার্যালয় জানিয়েছে, আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে সন্ত্রাসী হামলায় ৩৩ জন আহত হয়েছেন।

ইরানের গণমাধ্যম দাবি করছে, এই হামলার পেছনে ইসরাইলের হাত রয়েছে।

গিলানের ডেপুটি গভর্নর বলেছেন, নিহত বা আহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু। কিছু গণমাধ্যম জানিয়েছে যে নিহতদের মধ্যে পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকিও রয়েছেন।

যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে ‘সম্মতি’ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, তিনি প্রস্তাবটি গ্রহণ করেছেন। আজ দিনের শেষে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। খবর আল জাজিরার

ইরান-ইসরাইল মধ্যে যুদ্ধবিরতি শুরু: ট্রাম্প

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের প্রেস টিভি বলছে, ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। দু’দেশের ভূখণ্ডে একাধিক হামলা ও পাল্টা হামলার পর ইরানের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অন্যদিকে ইসরাইলের চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। খবর সিএনএনের।

ইসরাইলের হামলায় ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত

তেহরানে ইসরাইলি হামলায় আরো এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ওই বিজ্ঞানীর নাম সেদিঘ সাবের। স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা।

সংবাদমাধ্যমটি জানায়, তেহরানের শহরতলির ফেরদৌসী ও ভালি আসর এলাকার প্রধান সড়কের পাশেই বিজ্ঞানী সাবেরের ওপর হামলা হয়।

গত ১৩ জুন ইরানে হামলা শুরু পর এখন পর্যন্ত দেশটির কয়েকজন শীর্ষ পরমাণুবিজ্ঞানী ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

আইআরআইএনএনের দাবি: যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন ট্রাম্প

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল’ হামলার পর এ যুদ্ধবিরতি ইসরাইলের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান।

শেষ মুহূর্ত পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত ছিল: আরাঘচি

ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে শেষ মুহূর্ত পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘আগ্রাসনের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।’

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বীরসেবায় ৩ জন নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইসরাইল এবং ওয়াইনেট নিউজ জানায়, দক্ষিণ ইসরাইলি শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছিল, তাদের এখন মৃত ঘোষণা করা হয়েছে।

ভোর ৪টা থেকে ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও জবাব দেবো না: আরাঘচি

ইসরাইল "আগ্রাসন" বন্ধ করলে ইরান হামলা চালাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেছেন, ইসরাইল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ইসরাইল যদি এখনই তার "অবৈধ আগ্রাসন" বন্ধ করে, তাহলে ইরানের "প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই"।

আরাঘচি বলেছেন, ইসরাইলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে থামতে হবে যা সবেমাত্র কেটে গেছে।
"ইরান যেমন বারবার স্পষ্ট করে বলেছে, ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, বিপরীতভাবে নয়।'

"এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো ‘চুক্তি’ নেই। তবে যদি ইসরাইলি সরকার তেহরানের সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তবে এর পর প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা আমাদের নেই।“
"আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেয়া হবে।"

ইসরাইল-ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে।'

কাতারে ইরানের হামলা অযৌক্তিক: সৌদি আরব

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার (২৩ জুন)  সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, কাতারে ইরানের হামলা আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশি সম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরো বলা হয়, এটি একটি আপত্তিকর বিষয় যা যেকোনো পরিস্থিতিতেই অযৌক্তিক।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ট্রাম্প

ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব স্টাফের সঙ্গে 'সিচুয়েশন' রুমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাতারের রাজধানী দোহা থেকে অদূরে আল-উদেইদ এলাকায় ওই মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে আক্রান্ত স্থলের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরাকের ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ (সোমবার, ২৩ জুন) যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

এর আগে সন্ধ্যায় যাত্রীদের নিরাপত্তায় কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কাতার সরকার।

কাতারের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা

যাত্রীদের নিরাপত্তায় কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কাতার সরকার। আজ (সোমবার, ২৩ জুন) কাতার জানিয়েছে, এই অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। 

এছাড়া কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার শঙ্কা জানিয়েছে ফক্স নিউজ।

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এই বন্ধের ঘোষণা দেওয়া হলো।


ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরাইল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরাইল। মূলত ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসরাইল এ কথা জানিয়েছে।

আরব ও ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হরমুজ প্রণালী থেকে রাসায়নিক ও জ্বালানি তেলবাহী ট্যাংকার অপসারণ

ইরানের হামলার শঙ্কায় হরমুজ প্রণালী থেকে সরে গেছে তিনটি রাসায়নিক ও জ্বালানি তেলবাহী ট্যাংকার। ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এ তথ্য।

আলজাজিরার প্রতিবেদন বলছে, মার্শাল দ্বীপের পতাকাবাহী ট্যাংকার 'ম্যারি সি' ও পানামার পতাকাবাহী রেড রুবি সংযুক্ত আরব আমিরাত উপকূলে নোঙর করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের পতাকাবাহী আরেকটি ট্যাংকার নোঙর করেছে ওমান উপকূলে।

তেহরানের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রভাব

ইসরাইলি হামলার পর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছেন উত্তর তেহরানের বাসিন্দারা।

ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি তাভানির জানিয়েছে, এ হামলায় রাজধানীর উত্তরাঞ্চলীয় দুইটি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সংস্থাটি জানায়, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভি নিশ্চিত করেছে, রাজধানীর কিছু অংশে অস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

ফোর্দোতে হামলার বিষয় নিশ্চিত করেছে ইসরাইল

ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দোতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গতকাল যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর তারা পুনরায় ফোর্দোর প্রবেশ পথে হামলা চালিয়েছে।

ইসরায়েল আর্মি রেডিও একটি অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, শুধু স্থাপনা নয় সেনাবাহিনী ফোর্দোর দিকে যাওয়ার একটি প্রবেশ পথ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ফোর্দো স্থাপনাটি উত্তর-পশ্চিম ইরানের কোম শহর থেকে ৩০ কিলোমিটার (১৮ দশমিক ৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। এটি একটি পাহাড়ের কয়েকশ মিটার ভিতরে অবস্থিত।

ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে ইরানে চালানো আগ্রাসনকে ‘ভিত্তিহীন’ বলেও মন্তব্য করেছেন তিনি। আজ (সোমবার, ২৩ জুন) মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার সময় রুশ প্রেসিডেন্ট এ কথা বলেছেন।

ক্রেমলিন আলোচনার শুরুতে পুতিন এ মন্তব্য করেন এবং বলেন, ‘রাশিয়া ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত।’ এসময় পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন।

ইরানের হামলায় ইসরাইলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ হামলা চালানোর কথা জানিয়েছে। বড় ধরনের এ হামলার পরই ইসরাইলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইসরায়েল ইলেকট্রিক করপোরেশনের (আইইসি) বরাতে টাইমস অব ইসরাইল জানায়, একটি ক্ষেপণাস্ত্র ‌‘কৌশলগত অবকাঠামো স্থাপনার’ কাছে সরাসরি আঘাত হেনেছে। এর ফলে আশপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

যুক্তরাষ্ট্রকে আবারো ইরানের আইআরজিসির হুঁশিয়ারি

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে আবারো হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের "পবিত্র মাটিতে" আঘাত করেছে।

তিনি জানান, এর ফলে যুক্তরাষ্ট্রকে “ভয়াবহ, অনুশোচনা করার মতো, অপ্রত্যাশিত পরিণতি” ভোগ করতে হবে, যা হবে “শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান”-এর মাধ্যমে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে জোলফাঘারি বলেন, “মি. ট্রাম্প, জুয়ারি! আপনি এ যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবো আমরা!”

ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় আবারো হামলা

ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। কিউওএমের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় আবারো আক্রমণ করা হয়েছে, তবে হামলার পেছনে কারা ছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

গতকাল যুক্তরাষ্ট্র যে তিনটি স্থানে হামলা চালিয়েছিল তার মধ্যে ফোর্দোও একটি। হায়দারি বলেন, ‘এ এলাকার নাগরিকদের জন্য কোনো বিপদ নেই।

এদিকে, স্থানীয় সময় দুপুরের দিকে তেহরান এবং কাছাকাছি কারাজকে লক্ষ্য করে ব্যাপক ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভ ফিড কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং এটি নিশ্চিত করা হয় যে বেশ কয়েকটি চ্যানেলের সরাসরি সম্প্রচার পরিচালনায় সম্পৃক্ত ভবনে আঘাত হানা হয়েছে।

এছাড়াও এভিন কারাগারের প্রবেশপথেও বোমা হামলা চালানো হয়েছে। উত্তর তেহরানের মর্যাদাপূর্ণ শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়কেও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা গেছে।

খামেনির হুমকির পর ইসরাইলে নতুন হামলা ইরানের

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে হুমকি দিয়ে পোস্ট দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর পরই ইসরাইলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে।

হামলার খবর ঘোষণার সাথে সাথে ইসরায়েলের উত্তরাঞ্চলে অ্যালার্ম বেজে ওঠে। কয়েক ঘণ্টা আগে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে।

আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ‘জায়নিস্ট শত্রু (ইহুদি শত্রু) একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। এবং তাকে শাস্তি পেতে হবে। শাস্তি পাচ্ছে, এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।’

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলার দাবি জানিয়েছে ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে।

তারা আরো জানায়, বিমান বাহিনীর ১৫টি জেট কেরমানশাহ প্রদেশে হামলা চালিয়ে বেশ কয়েকটি স্থান ধ্বংস করেছে। ইসরাইল আরো জানায়, ইরানের আকাশসীমায় নিজেদের শক্তিশালী অবস্থান নিশ্চিতে সামরিক বাহিনী আক্রমণ আরো তীব্রতর করবে।

ইসরাইলি হামলায় ইরানের ইয়াজদ প্রদেশে ১০ আইআরজিসি সদস্য নিহত

ইরানের ইয়াজদ প্রদেশে ইসরাইলের বিমান হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। রোববারের এই হামলার বিষয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

হামলায় আরও কয়েকজন আইআরজিসি সদস্য আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৩ জুনের পর শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত দুই ডজন ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

হামলায় আনন্দিত ট্রাম্প বলেছেন ‘বুলস আই’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশাল সাইটে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘সমস্ত পারমাণবিক স্থাপনায়’ হামলা চালিয়ে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ করেছে। তিনি লিখেছেন, ‘চিরতরে ধ্বংস শব্দটি একেবারেই সঠিক।’

তিনি একটি স্যাটেলাইট ছবির কথা উল্লেখ করেছেন, যা তিনি পোস্টে শেয়ার করেননি। ট্রাম্প বলেছেন, ওই ছবিতে দেখা যাচ্ছে, ‘একটি সাদা কাঠামো পাথরের গভীরে প্রবেশ করেছে’ এবং ‘আগুন থেকে পুরোপুরি সুরক্ষিত’, আর ‘সবচেয়ে বড় ক্ষতি মাটির নিচে হয়েছে।’ সবশেষে তিনি লিখেছেন, ‘বুলস আই!!!’ এর অর্থ ‘একেবারে লক্ষ্যে আঘাত’।

শত্রুরা ইরানে হামলা করে বড় ভুল করেছে, শাস্তি পেতেই হবে: খামেনি

ইসরাইলকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত থাকবে’। আজ (সোমবার, ২৩ জুন) ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক মাধ্যমে প্রথম বিবৃতিতে খামেনি এসব কথা বলেন। খবর আল জাজিরার

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘জায়ানিস্ট শত্রু ইরানে হামলা করে বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনই শাস্তি পাচ্ছে।’ বিবৃতির সঙ্গে একটি জ্বলন্ত খুলির ছবিও যুক্ত করা হয়, যার উপরে জ্বলন্ত ভবনের পটভূমিতে স্টার অফ ডেভিডের চিহ্ন ছিল।

হরমুজ প্রণালী বন্ধ না করার জন্য ইরানকে রাজি করাতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে একথা জানিয়েছেন।

এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।

রুবিও বলেন, ‘যারা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করবো তারা যেন এ বিষয়ে (ইরানি কর্মকর্তাদের সঙ্গে) যোগাযোগ করে।’

হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যা উত্তেজনা বাড়িয়ে দেবে বলে তিনি বর্ণনা করেছেন।

ইরানের জন্য এটি ‘অর্থনৈতিক আত্মহত্যা’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের: জেডি ভ্যান্স

মধ্যপ্রাচ্যে ‘দীর্ঘস্থায়ী সংঘাতে’ জড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি নিশ্চিত করার জন্যই গত শনিবার (২১ জুন) রাতে ইরানে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে ভ্যান্স বলেন, ‘মার্কিন হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ‘এক বছর বা তারও বেশি সময়’ পিছিয়ে দিতে সক্ষম হয়েছে।’

এখন ইরান সরকারকে ‘বুদ্ধিমানের মতো পথ বেছে নিয়ে’ পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে স্থাপনাগুলো ভাঙার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন ভান্স।

জেডি ভান্স বলেন, ‘আমরা চাই না ইরানের পারমাণবিক অস্ত্র থাকুক।’

হরমুজ প্রণালি বন্ধ করার অনুমোদন ইরানের পার্লামেন্টে

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় এবার হরমুজ প্রণালি বন্ধ করার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। আজ (রোববার, ২২ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা যায়।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা-নীতি নির্ধারণী সংস্থা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এসএনএসসি)।

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট ২০ শতাংশ বা ৫ ভাগের ১ ভাগ জ্বালানি তেল পরিবহন করা হয়।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। আজ (রোববার, ২২ জুন) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে।

'যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশই ইরানে অভিযান চালাতে পারত না'

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশই এই ধরনের অভিযান চালাতে পারত না।

তিনি বলেন, 'শনিবার (২১ জুন) রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল এবং ধ্বংস করার জন্য চালানো হয়েছিল।'

তিনি বলেন, ‘এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে সামরিক বা বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটেনি।

আজ (রোববার, ২২ জুন) ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর পেন্টাগনে ব্রিফিং এ কথা বলেন তিনি।

রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন তিনি।

আব্বাস আরাঘচি বলেছেন যে, তিনি আজ (রোববার) সন্ধ্যায় মস্কো যাবেন এবং আগামীকাল (সোমবার) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করবেন।

তিনি বলেন, ‘আমি আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

মার্কিন হামলার পর ইরান প্রেসিডেন্টের সঙ্গে মোদির আলাপ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর পরিস্থিতি নিয়ে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ (রোববার, ২২ জুন) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে মোদি লেখেন, ‘উত্তেজনা প্রশমনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ, সংলাপ ও কূটনৈতিক পথই সংকট সমাধানের একমাত্র উপায়; এ বিষয়ে আবারও আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। আমরা আশা করি, দ্রুতই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরবে।’

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। বিশ্বজুড়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই বার্তা এমন সময় এলো, যখন পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে জাতিসংঘ মহাসচিব, সৌদি আরব, নিউজিল্যান্ড, মেক্সিকো ও কিউবাও একই আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার জেরে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ার পাশাপাশি অন্যান্য দেশও পারমাণবিক অস্ত্র অর্জনে উৎসাহিত হতে পারে।

ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতে কাজ করছে ইসরাইলি সেনাবাহিনী

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরাইলের সেনাবাহিনী। আজ রোববার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে ওঠা এবং জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই তারা তৎপর হয়ে ওঠে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে সাম্প্রতিক সময়ে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

এ মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী (আইএএফ) হুমকি নিরসনের লক্ষ্যে প্রতিরোধ ও পাল্টা আঘাতমূলক অভিযান পরিচালনা করছে।

ইরানে মার্কিন হামলার ঘটনায় সৌদির গভীর উদ্বেগ

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি সৌদি আরব গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরের দৃশ্য

তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার স্থানে উদ্ধারকারী এবং নিরাপত্তা কর্মীরা |ছবি: রয়টার্স

ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে উদ্ধারকৃত এক মহিলাকে উদ্ধারে উদ্ধারকর্মীরা সাহায্য করছেন |ছবি: রয়টার্স

ইরানের হামলার পর ইসরাইলের ধ্বংসস্তূপ |ছবি: রয়টার্স

ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে |ছবি: রয়টার্স

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: ইসরাইলের আকাশসীমা বন্ধ ঘোষণা

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইসরাইল। রোববার (২২ জুন) সকালে ইসরাইল বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

তারা বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের আকাশসীমা বন্ধ থাকবে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলে আহতের সংখ্যা বেড়েছে

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে দেশটির জরুরি পরিষেবার বরাত দিয়ে জানিয়েছে আরুৎজ শেভা।

ইরানের সাথে চলমান সংঘাতের কারণে ইসরাইলে মোট ১০ হাজার জনেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি খালি করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।

এছাড়া আরো ৩২ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি বা সম্পত্তির জন্য সরকারি ক্ষতিপূরণ দাবি করেছেন বলেও জানা গেছে।

মার্কিন হামলায় পরমাণু কর্মসূচি বন্ধ হবে না: ইরান

ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে। গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় মার্কিন হামলা সত্ত্বেও দেশটি এ কর্মসূচি বন্ধ করবে না। ইরানের পরমাণু শক্তি সংস্থা রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ইরানের পরমাণু শক্তি সংস্থা দেশটির মহান জাতিকে আশ্বস্ত করছে যে শত্রুদের দুষ্ট চক্রান্ত সত্ত্বেও তারা পরমাণু শহীদদের রক্তের ফসল এই পরমাণু শিল্পের বিকাশের পথ বাধা হতে দেবে না।’

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ইরানি হামলা

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে ইরান হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। অন্যান্য রিপোর্টে বলা হয়েছে, সেনাবাহিনীর সহযোগী ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্রকে টার্গেট করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। বৈশ্বিক পর্যায়ে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি।

অন্যদিকে ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি সতর্ক করে বলেছেন, ‘ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর, এখন আমাদের পালা।’ হোসেইন শরিয়তমাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: গিদিওন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা করার সিদ্ধান্তকে 'সাহসী সিদ্ধান্ত' হিসেবে অভিহিত করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।

তিনি বলেন, ‘ট্রাম্প তার সাহসী সিদ্ধান্তের জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখেছেন।’

তিন পরমাণু স্থাপনায় কোনো তেজষ্ক্রিয় পদার্থ ছিল না

ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পরমাণু স্থাপনায় সফল হামলার দাবি করেছেন ট্রাম্প। তবে হামলার সময়ে এসব স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে জানিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ইরানের মন্ত্রী ও কোম এলাকার প্রতিনিধিত্বকারী মানান রাইসি জানান, মার্কিন হামলায় ফোর্দো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি জানান, ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার উপরের দিকে হামলা হয়েছে।

ফোর্দোতে ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে রোববার (২২ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি জানান, তিনি সদ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প তাকে জানিয়েছেন, ইরানের পাহাড়ের নিচে থাকা গোপন ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় টিভি ভাষ্যকার বলেছেন এই অঞ্চলের প্রতিটি আমেরিকান নাগরিক বা সামরিক এখন একটি বৈধ লক্ষ্য।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন ইরানের ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে আছে।

এর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প আবার পোস্ট করেন 'ফোর্দো ইজ গন' অর্থাৎ 'ফোর্দো শেষ।'
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় বি-টু বোমারু বিমান জড়িত।

'পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান'

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। শনিবার (২১ জুন) ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি।

ইরানে এক ডজনের বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি

ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

"আজ সকালে গোয়েন্দা বিভাগের (ইসরাইলের) গোয়েন্দা নির্দেশনায় প্রায় ৩০টি বিমান বাহিনীর যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিম ইরানের মাহভাজ এলাকায় ৫০টিরও বেশি যুদ্ধাস্ত্রসহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে," সামাজিক যোগযোগ মাধ্যম এক্স-এ লিখেছে আইডিএফ।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মিসাইল লঞ্চার এবং অন্যান্য সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ইরানে ইসরাইলের আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন। তিনি বলেন, ‘ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

আজ (শনিবার, ২১ জুন) ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন |ছবি: সংগৃহীত

তার অবর্তমানে পরবর্তী তিন নেতার নাম প্রস্তাব খামেনির

যেকোনো সময় ইসরাইলের হাতে গুপ্ত হত্যার শিকার হতে পারেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই শঙ্কা থেকে তার অবর্তমানে দায়িত্ব পালনের জন্য পরবর্তী তিন জনের নাম প্রস্তাব করেন তিনি।

যুদ্ধ আরো দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় তাদের এরই মধ্যে প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে দ্যা জেরুজালেম পোস্ট।

বিস্তারিত পড়তে:

ইরানে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী

কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে সাক্ষাৎ করেছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে কাতারের প্রতিক্রিয়া পুনর্ব্যক্ত করেন। ইসরাইলি আগ্রাসন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন।

তেহরানের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে জার্মানি 

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে জার্মানি তেহরানে অবস্থিত তার দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে বিদেশে সরিয়ে নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।


ইরানের ৪০টি ড্রোন ভূপাতিতের দাবি ইসরাইলের

এক রাতে ইরানের প্রায় ৪০টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি ইরানে হামলার শুরুর পর নিখুঁত গুলিবর্ষণের হার বা ঘটনা এটি।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, গত রাতে ইরান থেকে উৎক্ষেপণে করা প্রায় ৪০টি চালকবিহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলা শুরুর পর থেকে ৪৭০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এর হার ৯৯ শতাংশ বলেও জানিয়েছেন ইসরাইল।

দক্ষিণ ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরাইল

দক্ষিণ ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ-পশ্চিম ইরানের সামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

তবে অঞ্চলটির কোথায় এবং কোন ধরনের অবকাঠামোয় হামলা চালানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইরানে ধীরে ধীরে ফিরছে ইন্টারনেট সংযোগ

ইসরাইলের সঙ্গে সংঘাতের মধ্যে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরান। বর্তমানে দেশটিতে পুনরায় ধীরে ধীরে ইন্টারনেট সংযোগ ফিরে আসতে শুরু করেছে। এর ফলে ইরানের অধিবাসীরা তাদের পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন।

ইরানের তথ্যমন্ত্রীর বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, রাত ৮টার মধ্যে দেশজুড়ে আন্তর্জাতিকভাবে ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীরা জানান, ইন্টারনেট সংযোগ ফিরে আসায় তারা ফেসটাইম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারছেন।

ইরানকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে ইসরাইল: হাকান ফিদান

হামলা-সংঘাতের মাধ্যমে ইরান সম্পূর্ণ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল। তুরস্কের ইস্তানবুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

এসময় যুদ্ধ আরো ছড়িয়ে পড়া ঠেকাতে বিশ্বশক্তিগুলোকে আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন করার আহ্বানও জানান মি. ফিদান।

এ বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও উপস্থিত রয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে করেছেন তিনি।

ইরান-পাকিস্তান সীমান্তে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ

ইসরাইল-ইরান সংঘাতের কারণে গেল ৬ দিন ধরে পাকিস্তানের তাফতান সীমান্তে বন্ধ আছে পণ্যবাহী ট্রাক চলাচল। এতে করে প্রতিদিন অন্তত ২০ হাজার রুপি লোকসান গুণতে হচ্ছে পাকিস্তানের একেকজন ব্যবসায়ীকে।

সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হচ্ছে পণ্যের সরবরাহ সংকট। এরইমধ্যে এলপিজি ও ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম বেড়ে গেছে কয়েকগুণ।

বিস্তারিত পড়তে:

তাফতান সীমান্তে আটকে আছে পণ্যবাহী ট্রাক |ছবি: এখন টিভি

ইরানের শিরাজ শহরের সামরিক স্থাপনায় ইসরাইলের হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের শিরাজ শহরে একটি সামরিক স্থাপনায় ইসরাইলের হামলার খবর পাওয়া গেছে।দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য জানিয়েছে।

তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার পর ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে সংস্থাটি জানিয়েছে।

নেতানিয়াহু প্রশাসনকে হামলা থামানোর অনুরোধ করা কঠিন: ট্রাম্প

যুদ্ধ জয়ের পথে ইসরাইল, সেজন্য নেতানিয়াহু প্রশাসনকে হামলা থামানোর অনুরোধ করা কঠিন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে রুশ প্রেসিডেন্টের দাবি, তেহরানকে ছেড়ে যায়নি মস্কো।

সংঘাতরত দুই দেশের বেসামরিক স্থাপনায় হামলার তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে নিজ দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

বিস্তারিত পড়তে:

ইসরাইলের আকস্মিক হামলায় ৪৩০ ইরানি নিহত

গত ১৩ জুন থেকে ইসরাইলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আরো সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ। খবর আল জাজিরা।

ইরানের ওপর নজরদারিকারী মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি অনুসারে, ইসরাইলি বিমান হামলায় ইরানে ৬৩৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরাও রয়েছেন।

ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় ২১ জন নিহত

গাজায় ইসরাইলি হামলায় আজ (শনিবার, ২১ জুন) ভোর থেকে ২১জন নিহত হয়েছেন। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

গাজার কয়েকটি হাসপাতালের বরাতে আল জাজিরা জানায়, ভোর থেকে কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন ত্রাণকর্মী ছিলেন এবং দক্ষিণ গাজা শহরের জেইতুন পাড়ায় হামলায় তিনজন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৫৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ৬৫ ​শতাংশ শিশু, নারী এবং বয়স্ক। হাজার হাজার মৃতদেহ ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকায় এ সংখ্যা অনেক বেশি বলে অনুমান করা হচ্ছে।

শান্তি প্রতিষ্ঠায় নেতানিয়াহু সরকারকে বড় বাধা বললেন এরদোয়ান

শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতানিয়াহু সরকার বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ কথা জানান।

সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলি সরকার আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। ইসরাইলের বিষ বাক্যে মনোযোগ না দেয়ার জন্য বিশ্বের প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’

ইরান, গাজা এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তে হামলার কথা উল্লেখ করে এরদোগান আরো বলেন, ‘আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে।’

ইরানের হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে হামলা করছে ইসরাইল

ইরানের হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে ইসরাইল হামলা করেছে বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদরেজা জাফরকান্দি।

তিনি জানান, ইসরাইল সংঘাতের সময় তিনটি হাসপাতালে হামলা করেছে। এ হামলায় দুই স্বাস্থ্যকর্মী এবং একটি শিশু নিহত হয়েছে। ফার্স সংবাদ সংস্থার বরাত আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের নূর নিউজ শনিবার ১৫ জন ইরানি বিমান প্রতিরক্ষা কর্মকর্তা এবং সৈন্যের নাম প্রকাশ করেছে। যারা ইসরাইলের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরাইলি কর্তৃপক্ষের মতে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন বেসামরিক ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।

ইসরাইলি হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ি |ছবি: আনাদোলু

ইরানের খোররামাবাদে ইসরাইলি হামলায় পাঁচজন নিহত

ইরানের খোররামাবাদ শহরে ইসরাইলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আইআরজিসি’র বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

ইরানের নূর নিউজ এজেন্সি আরো জানায়, সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সৈন্য নিহত হয়েছেন।

১৩ জুন থেকে ইরানের ওপর ইসরাইলের হামলায় বিভিন্ন অঞ্চলের পারমাণবিক ও সামরিক স্থাপনা, রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বেসামরিক ও সরকারি স্থাপনা লক্ষ্য করা হয়েছে। এছাড়াও বিশিষ্ট সামরিক নেতা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে বলেও জানা গেছে।

হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন আহত

ইসরাইলের হাইফায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৩ জন আহতের খবর পাওয়া গেছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শুক্রবার হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত তিনজনকে রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, আহতদের একজনের অবস্থা গুরুতর। প্রতিবেদনে আরো বলা হয়, সামান্য আহত বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাদওয়ান ফোর্সের সামরিক স্থাপনায় ইসরাইলের হামলা

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাতে একটি নৌযানের মাধ্যমে দক্ষিণ লেবাননের নাকোরা এলাকায় রাদওয়ান ফোর্সের একটি সামরিক স্থাপনায় আক্রমণ চালায় ইসরাইলি সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইসরাইল রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী ষড়যন্ত্র প্রচারের জন্য এ স্থানটি ব্যবহার করত। কয়েক সপ্তাহ আগে এক হিজবুল্লাহ সদস্যের বিরুদ্ধে তদন্ত করার পর এ হামলা চালানো হয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এখন পর্যন্ত ইসরাইলের অভিযোগের কোনো প্রতিক্রিয়া জানায়নি। নভেম্বরে ইসরাইল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, তবে ইসরায়েল রাজধানী বৈরুত সহ লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে।

অস্তিত্ব টিকিয়ে রাখতে হামলা চালিয়ে যাবার ঘোষণা নেতানিয়াহুর

সংঘাত শুরুর পর ১৮তম দফার হামলায় ইসরাইলের দুটি বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের দাবি করেছে ইরান। ছোটাছুটির সময়ে হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন এক ইসরাইলি।

বিপরীতে তেল আবিবের দাবি, শুক্রবার (২০ জুন) থেকে ১৫টি বিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে তেহরানে। এতে দুই ইরানির প্রাণহানির দাবি তেল আবিবের। যদিও অস্তিত্ব টিকিয়ে রাখতে হামলা চালিয়ে যাবার ঘোষণা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহুর।

বিস্তারিত পড়তে:

ভুল করে ইসরাইল সন্ত্রাস ছড়াচ্ছে বললেন মার্কিন রাষ্ট্রদূত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বিবৃতিতে ভুল করে ইসরাইল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া।

ভুল বিবৃতি দেয়ার পর তা সংশোধন করে ইসরায়েলের সাথে সংঘাতের জন্য ইরানকে দায়ী করে তিনি বলেন, তেহরানের উচিত ছিল তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তিতে সম্মত হওয়া।

আরজিসির আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) আরেকজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, ওই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি (চালকবিহীন উড্ডয়ন যান) ড্রোন হামলার দায়িত্বে ছিলেন। কমান্ডারের নাম আমিন পউর জোধকি।

ইরান ও ইসরাইল ছেড়ে পালিয়েছেন মার্কিন নাগরিকরা

ইরান-ইসরাইল চলমান সংঘাতের মধ্যে অনেক মার্কিন নাগরিক দেশ দুটি থেকে পালিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্টেট ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, গত সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত বৃদ্ধির সাথে সাথে শত শত মার্কিন নাগরিক স্থলপথ ব্যবহার করে ইরান ছেড়েছেন।

ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত

ইরান থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করেছে ভারত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের ভারতীয় দূতাবাস এ কথা জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইরানে ১০ হাজার ৭০০ ভারতীয় বসবাস করে। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ভারতীয় দূতাবাস আরো জানায়, নেপালি এবং শ্রীলঙ্কার নাগরিকদের তাদের সরকারের অনুরোধে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও তারা করবে।

ইসরাইলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে ২২ জন গ্রেপ্তার

ইসরাইলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইরানি কর্মকর্তারা।

কিউওএম প্রদেশের গোয়েন্দা পুলিশ প্রধান জানান, ১২ জুন দেশটিতে ইসরাইলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী সরকারের গুপ্তচর পরিষেবার সাথে যুক্ত থাকার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফার্স সংবাদ সংস্থা এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরাইলের হামলা

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে  লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আজ (শুক্রবার, ২০ জুন) ইসরাইলি সামরিক বাহিনী তাদের সর্বশেষ যুদ্ধের আপডেট জানিয়ে এ তথ্য প্রকাশ করে। খবর আল জাজিরা।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে,  তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক স্থাপনা এবং রকেট লঞ্চারগুলিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

হিজবুল্লাহ এই স্থানগুলিতে তাদের কার্যকলাপ পুনরুদ্ধার করার চেষ্টা করছে, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।

ইরানের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে নিজের প্রেসিডেন্সি হুমকির মুখে ফেলবে ট্রাম্প?

নির্বাচনে ঘোষণা দিয়েই এসেছিলেন যে, যুদ্ধ নয়, সারাবিশ্বে শান্তি চান তিনি। কিন্তু মিত্র ইসরাইলের কারণে শেষ পর্যন্ত হয়তো এ অবস্থান নড়বড়ে হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ইউক্রেনের গতিপথ বদলে এর মধ্যেই হাজার হাজার সমরাস্ত্র গেছে মধ্যপ্রাচ্যে। কূটনীতিকরা বলছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে হুমকিতে পড়তে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিও।

বিস্তারিত পড়তে:

ইরানের সমর্থনে ইরাকে বিক্ষোভ

ইরানে ইসরাইলি হামলা নিয়ে বাগদাদের সদর সিটিতে হাজার হাজার ইরাকি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। আজ (শুক্রবার, ২০ জুন) জুমার নামাজের পর তারা বিক্ষোভে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর আল জাজিরা।

ইরাকের সদর সিটি, যা বিপ্লব শহর নামেও পরিচিত। এর আনুমানিক জনসংখ্যা দশ লাখের বেশি। যাদের বেশিরভাগই শিয়া মুসলিম।

এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল জনপ্রিয় শিয়া ও মিলিশিয়া নেতা মুক্তাদা আল-সদরের নামে। যিনি ইরানের ক্ষমতাসীন ধর্মীয় নেতাদের ঘনিষ্ঠ মিত্র এবং একজন তীব্র মার্কিন সমালোচক হিসেবে পরিচিত।

ইরানের সমর্থনে ইরাকে বিক্ষোভ |ছবি: রয়টার্স

ইরান-ইসরাইল নিয়ে জার্মান চ্যান্সেলর ও এরদোয়ানের ফোনালাপ

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফোনে ইরান-ইসরাইলের চলমান সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

আজ (শুক্রবার, ২০ জুন) জার্মান সরকারের একজন মুখপাত্র একথা জানিয়েছেন। খবর আল জাজিরা।

ইরানের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ ইসরাইলের

ইরানের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে ইসরাইল। নিউইয়র্ক টাইমসের দাবি, মিসাইলের ওয়ারহেডে সংযুক্ত করা হয়েছে নিষিদ্ধ এ বোমা, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা বাড়িয়েছে কয়েকগুণ।

যদিও অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য দেয়নি ইরান।

এদিকে ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধে ২০০৮ সালের একটি কনভেনশনে সই করেছে বিশ্বের ১২৩টি দেশ। তবে ইরান কিংবা ইসরাইল এখনো কেউই এই সনদের অংশ নয়।

দ্রুত সময়ের মধ্যে যুদ্ধে ট্রাম্পের অংশগ্রহণ চান নেতানিয়াহু

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ট্রাম্পের দ্রুত অংশগ্রহণের কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বরাত দিয়ে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি জানান, ইসরাইল-ইরান চলমান যুদ্ধে অংশ নেয়ার বিষয়ে ট্রাম্প আরো দুই সপ্তাহ অপেক্ষার যে কথা জানিয়েছেন সেটি নেতানিয়াহু ও তার জোটের জন্য হতাশাজনক।

আল জাজিরাকে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দুই সপ্তাহ অনেক সময়। এবং ট্রাম্প যদি আসলেই এমন কিছু বুঝিয়ে থাকেন তাহলে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।

ইসরাইলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ মিছিল

ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজ শেষে হাজারো মানুষ ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন। এসময় তারা তাদের নেতাদের পক্ষে স্লোগান দেয়। আজ (শুক্রবার, ২০ জুন) ইরানের রাজধানীতে এমন দৃশ্য দেখা গিয়েছে।

বিক্ষোভকারিদের মধ্যে কেউ কেউ তাদের দেশে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধেও স্লোগানে সরব ছিল।

শুক্রবারের নামাজের পর ইরানের একাধিক শহরে ইসরাইলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ |ছবি: এপি

'ইরানের অর্থনৈতিক স্থাপনায় ইসরাইলি হামলা বিপজ্জনক'

ইরানের অর্থনৈতিক স্থাপনায় ইসরাইলের হামলাকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডের সাথে ফোনালাপে তিনি এ কথা বলেন। ফোনালাপের সময় শেখ মোহাম্মদ অঞ্চলটিতে বারবার ইসরাইলি লঙ্ঘন এবং আক্রমণের নিন্দা জানান।

যার মাধ্যমে শান্তি প্রচেষ্টা ব্যাহত হওয়ার পাশাপাশি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নেওয়ার মত ঝুঁকি তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

তেহরানে ইসরাইলের ড্রোন হামলার দাবি

ইরানের রাজধানী তেহরানের গিশা এলাকায় একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম আসরিরান। প্রতিবেদনে জানানো হয়, হামলাটি একটি ড্রোনের মাধ্যমে পরিচালিত হয়।

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের এটি অষ্টম দিন, দুই দেশ থেকেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তবে এই হামলা নিয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরান নতুন প্রজন্মের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র এখনো ‘ব্যবহার করেনি’

ইসরাইলি লক্ষ্যবস্তুর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী ‘জায়নবাদীদের’ কড়া বার্তা দিলেও সামরিক বিশ্লেষকদের ধারণা, তেহরান এখনো তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে নামায়নি। খবর ইরানের তাসনিম নিউজ এজেন্সির।

গত শুক্রবার (১৩ জুন) বিনা উসকানিতে ইরানের ওপর আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার ওপর চালানো এ হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক। ইসরাইলের এ কর্মকাণ্ডের জবাবে ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’র অংশ হিসেবে ১৩ দফায় ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইরানের এ হামলাগুলোর বিশেষ ১০টি বৈশিষ্ট্য ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একপ্রকার অকার্যকর করে দিয়েছে।

ইসরাইলে মাইক্রোসফটের অফিস ও গাভ ইয়াম টেক পার্কের কাছে ইরানের হামলা

ইসরাইলের বিরসেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। আবাসিক ভবনগুলোতে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে গেছেন অগ্নিনির্বাপককর্মী ও প্যারামেডিকসরা। ইসরাইলি জরুরি সেবা সংস্থা বলেছে, হামলায় আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরাইলের গাভ–ইয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকালে কাছাকাছি অবস্থিত সোরোকা হাসপাতালে ইরান হামলা চালায়। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতাল নয়; ইসরাইলের সামরিক ও গোয়েন্দা কার্যালয় তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। খবর বিবিসির।

আল জাজিরার খবর বলছে, গাভ–ইয়াম পার্কে রোবোটিকস ও তথ্যবিজ্ঞান নিয়ে গবেষণা হয়। বেন গুরিয়ন ইউনিভার্সিটির ওয়েবসাইট অনুসারে, এটি ইসরাইলি সেনাবাহিনীর সি৪আই শাখার ক্যাম্পাসের কাছে।

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

ইসরাইলের তেল আবিব শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণ ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ই-মেইল বিবৃতিতে জানায়, আমরা বৃহস্পতিবার রাতেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি। খবর আল জাজিরা ও রয়টার্স

এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার জানান, তিনি কিছুক্ষণ আগে নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেলভাগের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘সেলভাগের বাসভবনের আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি একটি গুরুতর অপরাধ।’ নরওয়ের পত্রিকা ভিজি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে তেল আবিবে অবস্থিত নরওয়ের দূতাবাস সোমবার বন্ধ রাখা হয়েছিল।

দক্ষিণ ইসরাইলের বিরসেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরের দৃশ্য

আজ ( শুক্রবার, ২০ জুন) ইসরাইলের বিরসেবা শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থানে ইসরাইলি সৈন্যরা |ছবি: রয়টার্স

পুড়ে যাওয়া গাড়ি ও ক্ষতিগ্রস্ত ভবনের দৃশ্য |ছবি: রয়টার্স

ক্ষেপণাস্ত্র হামলার স্থানে একটি গর্ত |ছবি: রয়টার্স

তেহরানে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করেছে স্লোভাকিয়া

স্লোভাকিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় তারা তেহরানে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে।

সব কর্মীকে ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।

ইরানের রেড লাইন কোনগুলো?

ইরানের দৃষ্টিতে রেড লাইনস |ছবি: আল জাজিরা

পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উদ্দেশে কিছু ‘রেড লাইন’ দিয়ে রেখেছে ইরান। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ শাহরাম আকবারজাদেহ আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

আকাবারজাদেহ বলেন, ‘ইরান পরিষ্কারভাবে বলেছে যে, পরমাণু প্রকল্প ইস্যুতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের খুশি মনে সহযোগিতা করবে তারা। ইরান এটাও স্পষ্টভাবে বলেছে যে , সামরিক বা অস্ত্র উৎপাদনের স্বার্থে নিজেদের পরমাণু প্রকল্পকে ব্যবহার করবে না তেহরান।’

ফ্রান্স-জার্মানি-ব্রিটেন-ইইউর সঙ্গে বৈঠকে বসছে ইরান

নিজেদের পরমাণু প্রকল্প এবং ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আজ শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় হবে এ বৈঠক।

আব্বাস আরাগচির সঙ্গে এ বৈঠকে থাকবেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন-নোয়েল ব্যারট, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র দপ্তরের প্রধান কাজা কালাস।

ইরান পরমাণু বোমা তৈরি করছে— অভিযোগ তুলে গত ১৩ জুন থেকে দেশটিতে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। হামলায় ইতোমধ্যে ইরানের বেশ কয়েকজন প্রথম সারির সামরিক কমর্কর্তা, পরমাণু বিজ্ঞানী ও পরমাণু প্রকল্পের প্রধানসহ নিহত হয়েছেন ৬ শতাধিক মানুষ।

ইসরাইলের দিকে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তারা জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আল জাজিরার

ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান

দীর্ঘ নীরবতা ভেঙে এবার ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন লেবাননের হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম। আজ (শুক্রবার, ২০ জুন) এ ঘোষণা দেন  হিজবুল্লাহ নেতা।

এদিকে ইসরাইলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান হিজবুল্লাহ প্রধান।

এর আগে গত বছর ইসরাইলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর জায়গায় শেখ নাইম কাসেম স্থলাভিষিক্ত হন।

পশ্চিম এশিয়ার জন্য ইসরাইল একটি ক্যান্সারের মতো: কিম জং উন

পশ্চিম এশিয়ার জন্য ইসরাইল একটি ক্যান্সারের মতো বলে উল্লেখ করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানে ইসরাইলি হামলা প্রসঙ্গে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক বিবৃতিতে এ কথা বলেন কিম জং উন।

২ সপ্তাহের মধ্যে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিবেন ট্রাম্প

আগামী ২ সপ্তাহের মধ্যে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ জুন) হোয়াইট হাউস থেকে এ বিষয়ে জানানো হয়!

‘প্রায় প্রতিদিন’ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের অংশীদারত্বের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এটাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। ‘প্রায় প্রতিদিন’ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় বলেও উল্লেখ করেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরাইলের দক্ষিণে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু।

তিনি জানান, ‘প্রায় প্রতিদিন’ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি তার দৃঢ় সংকল্প, তার দৃঢ় চিত্ত এবং তার স্পষ্টতা, যখন তিনি বলেন যে ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।’

ইরান-ইসরাইল সংঘাত: ট্রাম্পকে সরে আসার আহ্বান স্টারমারের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে।

তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। স্টারমার বলেছেন, এর আগে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে’ এবং ‘আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়’।—বিবিসি

রাতে নিরাপত্তা বৈঠকে বসছেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার রাতে নিরাপত্তা বৈঠক ডেকেছেন। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ স্থানীয় সময় রাত ১০টায় সীমিত পরিসরের নিরাপত্তা বৈঠক ডাকছেন।

নেতানিয়াহু এমন সময় এই বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেন, যখন ইরান একদিনেই ইসরাইলের একাধিক স্থানে হামলা চালিয়েছে এবং এসব হামলায় শতাধিক বেশি মানুষ আহত হয়েছেন।

এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

ইসরাইল-ইরান সংঘাতে আমেরিকার হস্তক্ষেপ পরিবেশকে ‘আরেকটি ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে,’ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে একথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলাদাভাবে দুই পক্ষকে সমর্থন করছে।

ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ‌‘নিঃশর্ত আত্মসমর্পণ’ এবং তাদের বিরুদ্ধে হামলার কথা ভাবলেও, মস্কো তেহরানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেই দেখে।

গতকাল ইসরাইলকে সামরিক সহায়তা না দেয়ার জন্য আমেরিকাকেও সতর্ক করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ‘এটি নাটকীয়ভাবে পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করবে,’ তিনি বলেছেন।—বিবিসি

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থায় ইরানের অভিযোগ

ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও নাতাঞ্জসহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় রাতভর হামলা চালিয়েছে ইসরাইল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে এসব হামলার কথা জানিয়েছে ইরান।

ইসরাইলের বিরুদ্ধে "পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আইনের পরিপন্থি আগ্রাসন অব্যাহত রাখার" অভিযোগ করেছে দেশটি।

আরাক পারমাণবিক স্থাপনায় হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে সংস্থাটি।

কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় জানান, তিনি সরকারের প্রতিটি অংশকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন।

‘সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুরপ্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার’, বলেন তিনি।

‘আল্লাহর কৃপায় এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব’, পেজেশকিয়ান বলেন।

আইআরজিসির স্থলবাহিনীর নতুন কমান্ডার নিযুক্ত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আইআরজিসির প্রধানের প্রস্তাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামিকে আইআরজিসি স্থলবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন।

তিনি মোহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হলেন, যিনি ইসরাইলি আক্রমণে নিহত হোসেইন সালামির স্থলাভিষিক্ত হয়েছিলেন। ইসরাইলি হামলার প্রথম দিনেই আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত হওয়ার পর, কয়েক ঘণ্টার মধ্যেই স্থলবাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুরকে আইআরজিসির নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পাকপুরের স্থলে আইআরজিসি স্থলবাহিনীর নতুন কমান্ডার নিযুক্ত করতে এক সপ্তাহ সময় লেগে যায়।

ইসরাইলে অন্তত ৬৫ জন আহত: জরুরি সেবা সংস্থা

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম-এমডিএ জানিয়েছে যে, সাম্প্রতিক ইরানি হামলার পর মোট ৬৫ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

এর মধ্যে রয়েছে ৮০-এর কোঠায় একজন পুরুষ এবং ৭০-এর কোঠায় দুই নারী রয়েছেন, যাদের অবস্থা ‘গুরুতর’। ৮০-এর কোঠায় দুই নারী ‘মাঝারি’ আঘাত পেয়েছেন এবং ৪২ জন সামান্য আঘাত পেয়েছেন। বোমা হামলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ১৮ জন আহত হয়েছেন।

হোলোন, তেল আবিব ও রামাতগনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে,বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হোলোন শহরে তিনজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। রামাতগন এলাকায় প্রায় ২০ জন হালকা আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে। তেল আবিবও হামলার শিকার হয়েছে। খবর বিবিসি

ইসরাইলের সাহায্য সংস্থাগুলো জানিয়েছে,আজ ইরানি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এটি ছিল ‘ইরানি সশস্ত্র বাহিনীর ১৪তম শক্তিশালী সমন্বিত হামলা’; যা তারা বিভিন্ন কৌশলগত স্থাপনার ওপর চালিয়েছে। তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল

ইসরাইলের সামরিক বাহিনী আলাদা এক ঘোষণায় বলেছে, তাদের বিমানবাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেটি তাদের ভাষ্যমতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো। ‘এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয় এবং সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে’- জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নাতাঞ্জে এর আগেও হামলা হয়েছে। এই সপ্তাহের শুরুতে, বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান বিবিসিকে বলেছেন যে, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’। ইসরাইলের গত শুক্রবারের হামলার পর এ কথা জানান তিনি।

ইসরাইলের হাসপাতালে হামলা ‘অপরাধের সামিল’: ইসরাইলি মন্ত্রী

ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী দেশটির সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে ‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি ‘কোনো সামরিক ঘাঁটি নয়’, বরং ‘একটি হাসপাতাল’ এবং এটিই ইসরাইলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র।

তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে হাসপাতালের ভেতরে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে। হাসকেল বলেন, ‘বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত।’ এর আগে ১৭ জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছিল।

ইসরাইলের সোরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দক্ষিণ ইসরাইলের বেয়ার শেভায় অবস্থিত সোরোকা হাসপাতালে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরাইলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

এ ছাড়া তেল আবিব, রামাত গান এবং হোলোন এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার


ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলা

ইরানের আরাক ভারী পানি পারমাণবিক রিঅ্যাক্টরে ইসরাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে। ‌‘আরাক ভারী পানি’ হলো ইরানের আরাক পরমাণু স্থাপনায় উৎপাদিত ভারী পানি।

হামলার আগে ইসরাইলি সেনাবাহিনী রিঅ্যাক্টরটির আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।

লেবাননে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে হিজবুল্লাহর একজন শীর্ষ কামান কমান্ডার ইয়াসিন আবদেল মুনিম এজজেদিনকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। খবর আল জাজিরার

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাভিচাই আদ্রেয়ি এক বিবৃতিতে জানান, হিজবুল্লাহর লিতানি সেক্টরের এই আর্টিলারি কমান্ডার ইসরাইলের বিরুদ্ধে একাধিক হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন এবং সংগঠনের কামান ইউনিট পুনর্গঠনের চেষ্টা করছিলেন।

এ ঘটনায় এখনো হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্প যখন বিশ্বকে নানা ধরনের অনুমান করতে বাধ্য করছেন তখন হোয়াইট হাউজে চলছে অন্য ধরনের প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্র তথ্য দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে এ ধরনের পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। খবর আল জাজিরার।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা আগামী দিনে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে বলা হয়েছে, এটা ইঙ্গিত দিচ্ছে যে, তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অবকাঠামোগতভাবে প্রস্তুতি চলছে।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলে বাজলো সাইরেন

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর ইসরাইলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা সাইরেন বাজতে শুরু করেছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার

সেনাবাহিনী আরও জানায়, আকাশ প্রতিরক্ষাবাহিনী হামলা প্রতিহত করার জন্য কাজ করছে, তবে স্বীকার করেছে যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ‘সম্পূর্ণ নিরাপদ নয়’। সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এ ধরনের সরাসরি হামলার ঘটনা ইসরাইল-ইরান দ্বন্দ্ব আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত না নিলেও নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন ট্রাম্প

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নেতানিয়াহুকে ইরানে হামলা চালিয়ে যেতে বলেছেন তিনি। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানকে আমি ৬০ দিনের একটা সময়সীমা দিয়েছিলাম চুক্তিতে আসার জন্য। তারা তা করেনি। সময়সীমা শেষ হতেই ইসরাইল হামলা করলো। সেটি ছিল দারুণ এক আঘাত। প্রথম রাতেই সব শেষ হয়ে গেছে।’

'খামেনিকে হত্যার হুমকি' নিয়ে কথা বলতে চান না পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার একটি গোলটেবিল আলোচনায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে কথা বলেন এবং ইসরায়েল-ইরান যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, এখনো পর্যন্ত ইরান রাশিয়ার কাছে কোনো সাহায্য চায়নি।

এ বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে পুতিন বলেন, 'আমি এই আশঙ্কা বা অনুমান নিয়ে কিছু বলতে চাই না। একেবারেই না।'

তিনি আরো বলেন, 'আমি এসব শুনেছি, কিন্তু আমি এটা নিয়ে কিছু ভাবতেও চাই না বা বলতেও চাই না।'

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে একদল বিক্ষোভকারী যুদ্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছেন। তাদের দাবি, ইসরাইল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন না জড়িত হয়।

বিক্ষোভকারীরা ইরানে ইসরাইলি বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এ সময় বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী তিনটি রণতরী বহর মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা দাবি করেন, এই বহরগুলো যেন কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে থাকে। হামলা না চালায়।

ইরান-ইসরাইল সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় জরুরি বৈঠকে বসতে চলেছে।  এর আগে ইরান জাতিসংঘে এক চিঠিতে জানায়, সংঘাত বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের “ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ” রয়েছে।

এই অভিযোগ তুলে ইরান জরুরি বৈঠকের অনুরোধ করে জানায়। আর সেটিই সমর্থন করে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

ইরানে হামলায় যোগ দেয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও তার মতে, এটা কঠিন। তিনি বলেন, তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।

‘দুটি খুব সাধারণ শব্দ: নিঃশর্ত আত্মসমর্পণ,’ বলছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির ‘উদ্দেশ্য খারাপ’।

হোয়াইট হাউসের নর্থ লনে হোয়াইট হাউজ সংবাদদাতাদের সাথে কথা বলছিলেন তিনি। তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন।

‘আমি তা বলতে পারি না,’ একবার বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি আবার বলেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি।’—বিবিসি

তেহরানে একাধিক বিস্ফোরণ, পূর্বাঞ্চলে কালো ধোঁয়া: এএফপি

ইরানের রাজধানী তেহরানে আজ (বুধবার, ১৮ ‍জুন) একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরান থেকে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, তেহরানের পূর্বাঞ্চলে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

চিরশত্রু ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাতের ষষ্ঠ দিনে সবচেয়ে বেশি সংখ্যক হামলা হয়েছে। এদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টার দিকে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের ৪০টি স্থানে হামলার দাবি ইসরাইলের

ইরানের অন্তত ৪০টি স্থানে আজ সারাদিন ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

এক্সে ইসরাইলের এক সেনা সদস্য বলেন, ‘আজ (বুধবার, ১৮ জুন) সকালে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তত্ত্বাবধানে ইসরাইল এয়ার ফোর্সের যুদ্ধ বিমান পশ্চিম ইরানে অবস্থিত ইরানের সেনাঘাটিতে হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘আনুমানিক ২৫টি যুদ্ধবিমান ইসরাইলের ওই নগরীর মিসাইলের সংরক্ষণাগার এবং সেনাঘাটিতে ৪০টির বেশি মিসাইল হামলা চালায়।’

এর আগে, এক রিপোর্টে বলা হয়েছিল যে, ইসরায়েল দাবি করেছে তারা ইরানে কমপক্ষে দু’টি পারমাণবিক সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায় বোমা হামলা চালিয়েছে, যার মধ্যে তেহরানের প্রধান পারমাণবিক স্থাপনাও রয়েছে।

তেহরান আত্মসমর্পণ করবে না: খামেনি

জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চাপিয়ে দেয়া যুদ্ধে ইরান যেভাবে দৃঢ়তা দেখিয়েছে; তেমনি আরোপিত শান্তির প্রস্তাবেও ইরান আপস করবে না। তেহরান আত্মসমর্পণ করবে না।

আগে থেকে ধারণকৃত খামেনির এই ভাষণ টেলিভিশনে সম্প্রচার হয়। এর আগে, গত শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

আয়াতুল্লাহ আলী খামেনি |ছবি: রয়টার্স

ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন খামেনি

শুক্রবারের পর আবারও জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আগে থেকে ধারণকৃত এই ভাষণ টেলিভিশনে সম্প্রচার হবে কিছুক্ষণের মধ্যেই। খবর তাসনিম নিউজ

ইসরাইলে হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে: বিপ্লবী গার্ড

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বুধবার জানিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই দুই চিরবৈরীর সংঘর্ষ ষষ্ঠ দিনে গড়িয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ‘ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গৌরবময় ‘অপারেশন অনেস্ট প্রমিস ৩’- এর ১১তম ধাপ পরিচালিত হয়েছে।’

বিপ্লবী গার্ড দাবি করে, ‘অধিকৃত অঞ্চলের আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।’

ইসরাইলের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইসফাহান শহরে ইসরাইলের একটি হারমেস ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সম্প্রচারমাধ্যমটি ভূপাতিত ড্রোনের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যা একটি নজরদারি কাজে ব্যবহৃত ড্রোন বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান প্রদেশের ভারমিন্ট শহরের জাভাদাবাদ এলাকায় একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখনো ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানে ১৪ ইসরাইলি ড্রোন ভূপাতিত: পুলিশ

ইরানে ১৪টি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ বাহিনী। ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (আইএলএনএ) এক প্রতিবেদনে জানানো হয়, পুলিশের মুখপাত্র সাঈদ মনতাজেরোলমাহদি বলেন, ‘বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে শত্রুপক্ষের ড্রোন প্রস্তুতকারক ও ড্রোনবাহী যান শনাক্ত করা হয়েছে।

ড্রোনগুলোর উৎক্ষেপণ ও তৎপরতা কীভাবে পরিচালিত হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।- খবর আলজাজিজা

ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ৫০টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র। খবর আল-জাজিরার।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী বলে, সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা বরাবর অস্বীকার করে এসেছে।

ইরান-ইসরাইল সংঘাতে ‘উদ্বিগ্ন’ পাকিস্তান

ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। গেলো বছরের জানুয়ারিতে পাকিস্তান ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার সময় একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছিল। এখন ১৭ মাস পর, ইসরাইলের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এবং ইরানের উচ্চপদস্থ জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করার পর পাকিস্তান তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামাবাদ এই হামলাগুলোকে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং ‘স্পষ্ট প্ররোচনা’ হিসেবে বর্ণনা করেছে।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের তেহরানের সঙ্গে জটিল সম্পর্ক এবং ইসরাইলের সামরিক কার্যক্রম পাকিস্তানের সীমানার কাছে পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা থাকায় এই সংঘাত থেকে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে।

ইসরাইলের হামলায় ইরানে ৫৮৫ জন নিহত: মানবাধিকার সংগঠনের দাবি

ইরানজুড়ে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস (এইচআরএ)। সংগঠনটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩৯ বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। খবর আল জাজিরার

এ ছাড়া এসব হামলায় আরও ১ হাজার ৩২৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এইচআরএ। তবে ইরানি কর্তৃপক্ষ নিয়মিতভাবে হতাহতের তথ্য প্রকাশ করছে না। সর্বশেষ গত সোমবার দেশটির পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভেও বিস্তারিত হতাহতের হিসাব দিয়েছিল এইচআরএ। সংগঠনটি জানায়, তারা স্থানীয় প্রতিবেদন যাচাই করে নিজেদের গড়ে তোলা সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই করে।

ট্রাম্পের হুমকির জবাবে প্রথমবার মুখ খুললেন খামেনি

ইরান ইসরাইল সংঘাত পরিস্থিতি আরও খারাপ দিকে যাওয়ার আশঙ্কা এবং ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বার্তা দেয়ার পর মুখ খুলেছেন খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত 'সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ - আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়।’

ট্রাম্পের হুমকি সত্ত্বেও খামেনি পুনর্ব্যক্ত করেন, ইসরাইলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে লিখেছেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না।'

হাইফা ও তেল আবিব থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান ইরানের

পাল্টা হামলার সতর্ক করে ইসরাইলের প্রধান শহর হাইফা ও তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আব্দুল রহিম মোসাভি।

মোসাভি বলেন, 'অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের, বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের, তাদের জীবনের স্বার্থে এই এলাকাগুলি ছেড়ে যাওয়ার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানানো হচ্ছে।'

ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আমরা জানি, কিন্তু এখনই তাকে মারবো না: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, 'আমরা ঠিক জানি তথাকথিত 'সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন।'

'তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ - আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়,' যোগ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, "কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।"

এর কিছুক্ষণ আগে আরেক পোস্টে তিনি বলেন, 'ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।'

এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, "আনকন্ডিশনাল সারেন্ডার!" (নিঃশর্ত আত্মসমর্পণ!)- বিবিসি

ডোনাল্ড ট্রাম্প | ছবি: এএফপি

ইসরাইল যুদ্ধের সীমানা বাড়াচ্ছে: ইউরোপীয় পার্লামেন্টে জর্ডানের বাদশাহ

ইসরাইল-ইরান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ সংঘাতকে বৈশ্বিক হুমকি হিসেবে উল্লেখ করেন।

বাদশাহ আবদুল্লাহ বলেন, ‘ইসরাইল যখন ইরানকে লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে, তখন বলা যাচ্ছে না এই যুদ্ধক্ষেত্রের সীমানা কোথায় গিয়ে শেষ হবে। এটি সারা বিশ্বের মানুষের জন্য হুমকি।’

তিনি আরো বলেন, ‘এই সংঘাতের অবসান হওয়া প্রয়োজন। যদি বিশ্ব এখনই কার্যকরভাবে পদক্ষেপ না নেয়, তাহলে তা ইসরাইলের অপরাধে নীরব সহায়তার শামিল হবে।’

মোসাদ দপ্তরে ইরানের হামলা!

ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানভিত্তিক তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা গেছে, বিবৃতিতে আইআরজিসি বলেছে; তারা ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা পরিচালনাকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোয় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরে আগুন জ্বলতে দেখা যায়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘এ হামলা ছিল আমাদের শহীদদের রক্তের বদলা ও ইসরাইলি আগ্রাসনের জবাব। আমরা এমন সব ঘাঁটি লক্ষ্য করেছি, যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নেয়া হয়।’

ইরানে চিকিৎসক-নার্সদের ছুটি বাতিল

ইরানে সব চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী সাইয়েদ সাজ্জাদ রেজাভি জানান, দেশের সব চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করে দ্রুত কর্মস্থলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। তাসনিম বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, উপস্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের মানসিক দৃঢ়তা এবং মনোবল বাড়াতে তাদের অব্যাহত উপস্থিতি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদের পাশে আছে। প্রয়োজন হলে আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। রেজাভি বলেন, ‘চিকিৎসা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়গুলোতে গণআহত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে।’

জি-সেভেন সম্মেলনে ইসরাইলের ‘নিষ্ঠুর আগ্রাসন’ উপেক্ষা; ইরানের তীব্র সমালোচনা

ইসরাইলের বিরুদ্ধে ‘স্পষ্ট আগ্রাসন’ চালানোর অভিযোগ এনে জি-সেভেন নেতাদের কঠোর ভাষায় আক্রমণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।

কানাডায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে গুরুত্ব দিলেও ইরানের ওপর হওয়া হামলা নিয়ে নীরব থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাঘাই স্পষ্ট করে বলেন, ‘ইসরাইলের আগ্রাসন বন্ধ হলেই কেবল এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় বাঘাই বলেন, ‘জাতিসংঘের একজন সদস্য রাষ্ট্রের ওপর এমন উন্মুক্ত আগ্রাসনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের; বিশেষ করে জি-সেভেন সদস্য রাষ্ট্রগুলোর আইনি ও নৈতিক দায়ভার গ্রহণ করা উচিত। শত শত নিরীহ মানুষ নিহত হয়েছেন। সরকারি ও ব্যক্তিগত স্থাপনা ধ্বংস করা হয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত রেহাই পায়নি। ইরান এক নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করছে, আমাদের আর কী-ইবা করার আছে?’

১৭ দেশের ৬ শ’র বেশি নাগরিক ইরান ছেড়ে আজারবাইজানে পালিয়েছে

ইসরাইল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ১৭টি দেশের ৬ শ’র বেশি বিদেশি নাগরিক ইরান থেকে প্রতিবেশী আজারবাইজানে পালিয়েছেন। ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ক্যাস্পিয়ান সাগরের উপকূলীয় আস্তারা সীমান্ত চেকপয়েন্ট দিয়ে তারা আজারবাইজানে প্রবেশ করেন। সেখান থেকে তাদের রাজধানী বাকুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। পালিয়ে যাওয়া নাগরিকদের মধ্যে রয়েছে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, জার্মানি, স্পেন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ভিয়েতনামের নাগরিক।

খামেনিকে ‘সরাসরি হুমকি’ দিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি বলেছেন, ইরানে হামলা অব্যাহত থাকবে এবং খামেনির পরিণতিও হতে পারে ইরাকের সাবেক ‘স্বৈরশাসক’ সাদ্দাম হোসেনের মতো।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমে কাতজ বলেন, ‘আমি ইরানি একনায়ককে সতর্ক করে দিচ্ছি, ইসরাইলি নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালিয়ে গেলে তার পরিণতি ভয়াবহ হবে। ইরানের পাশের এক দেশের স্বৈরশাসক (সাদ্দাম হোসেন) একই পথ বেছে নিয়েছিল, তার পরিণতি কী হয়েছে খামেনির তা মনে রাখা উচিত।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইসরাইলের হামলা ‘কাপুরুষোচিত’: ইরানের মন্ত্রী

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি-এর সদর দপ্তরে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে ভর্ৎসনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সঙ্গে সংঘাতে তারা কোনঠাসা হয়ে পড়ছে বলেও দাবি করেছেন তিনি।

সোমবার ইরানের অপর রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমাদের জাতীয় সম্প্রচার সংবাদমাধ্যমে হামলার মাধ্যমে ইসরাইলের বেপরোয়া মনোভাব আরও একবার প্রকাশিত হয়েছে। মাঠে তারা কোনঠাসা অবস্থায় আছে এবং এ কারণেই তারা মরিয়া হয়ে সংবাদমাধ্যম ভবনের মতো বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।’

তেহরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরানো হলো

ইরান-ইসরাইলের সংঘাতের কারণে নিরাপত্তা উদ্বেগে তেহরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা নিজস্ব পরিবহন ব্যবস্থায় স্বাবলম্বী, তাদেরও শহর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কিছু ভারতীয় নাগরিককে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান ত্যাগে সহায়তা করা হয়েছে।

তবে কতজন ভারতীয় নাগরিক এই প্রক্রিয়ায় সরাসরি প্রভাবিত হয়েছেন, সে সংখ্যা স্পষ্ট করেনি ভারত। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক বসবাস করছেন। এই সতর্কবার্তা আসে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে হবে।’

উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানে প্রায় এক কোটি মানুষের বাস।

অপেক্ষা করুন, সামনে কী আসে দেখুন: ট্রাম্প

‘ইরান-ইসরাইল সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে’—ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এই বক্তব্যকে ‘ভুল’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ফ্রান্সের প্রচারপ্রিয় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভুল করে বলেছে, আমি ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে জি-সেভেন ছেড়েছি। এটা ভুল! তার কোনো ধারণা নেই, আমি কেন ওয়াশিংটনের পথে।’

ট্রাম্প আরো লেখেন, ‘আমি ফিরে যাচ্ছি এর চেয়েও অনেক বড় কিছু নিয়ে কাজ করতে। অপেক্ষা করুন, সামনে কী আসে দেখুন!’

ইসরাইলের দাবি, হামলায় আইআরজিসির ‘শীর্ষ কমান্ডার’ নিহত

ইসরাইল দাবি করেছে, তেহরানে চালানো একটি হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী শাদমানি নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনী শাদমানিকে ‘ইরানের সবচেয়ে শীর্ষ সামরিক কর্মকর্তা’ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে ‘ঘনিষ্ঠ ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার ইসরাইল গোলাম আলী রাশিদকে হত্যা করার পরই আলী শাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

আলী শাদমানি | ছবি: সংগৃহীত

তেল আবিবের কাছে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সাইরেন

তেল আবিবের উপকণ্ঠে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটনিউজ। তারা জানায়, তেল আবিবের উত্তরের শহর হেরজলিয়ায় একটি ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, জেরুজালেম এলাকায় ‘বড় বিস্ফোরণের আওয়াজ’ শোনা গেছে। দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।

তবে এখনো বিস্ফোরণের ‘উৎস’ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

ইরানের হামলা ঠেকাতে সতর্ক ইসরাইল

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান আরো ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির দিকে এবং তাদের বাহিনী এগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। এর আগে দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছিল, গত রাতে ইসরাইলের দিকে ছোড়া ৩০টি ড্রোন ভূপাতিত করেছে তারা।

ইরানের রাষ্ট্রীয় টিভির সদর দপ্তরে ইসরাইলের হামলায় ৩ জন নিহত

ইসরাইলের বিমান হামলায় তেহরানে ইরানের রাষ্ট্রীয় টিভির সদর দপ্তরে তিনজন কর্মী নিহত হয়েছেন, এ তথ্য জানিয়েছে সম্প্রচার সংস্থাটি। হামলার একদিন পর এ তথ্য প্রকাশ করা হয়। টিভি চ্যানেলের বরাতে আল জাজিরা জানায়, গতকাল (সোমবার, ১৬ জুন) ইসরাইলি হামলায় টিভি স্টেশনের তিন কর্মী নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।

লাইভ সম্প্রচারে টিভি উপস্থাপক সাহার এমামি ‘দেশের বিরুদ্ধে আক্রমণ’ নামে এই ঘটনার নিন্দা জানিয়ে বলছিলেন, হঠাৎ একটি বিস্ফোরণ হয় এবং ধোঁয়া ও ধ্বংসাবশেষ স্ক্রিন ভরে ওঠে। এরপর তার ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি স্টুডিও থেকে দ্রুত সরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাগহেই ইসরাইলকে ‘অমানবিক কাজ’ ও ‘যুদ্ধাপরাধ’ করার অভিযোগ এনে বলেছেন, ‘ইসরাইল ‘‘সাংবাদিক ও মিডিয়া কর্মীদের অন্যতম প্রধান খুনি’’।

মধ্যপ্রাচ্যের সংঘাত তেল উৎপাদনে ক্ষতি করেনি

ইতালিয়ান এনার্জি কোম্পানি ‘ইনি’র সিইও ক্লাউদিও দেস্কালজি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত তেল উৎপাদনে কোনো প্রভাব ফেলেনি এবং ওপেকের কাছে এখনও পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা রয়েছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এনার্জি এশিয়া সম্মেলনে রয়টার্সকে তিনি বলেন, ‘আমাদের কাছে স্টক রয়েছে।’

উত্তর ইসরাইলে সন্দেহভাজন ড্রোন ভূপাতিত

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দখলকৃত গোলান হাইটসের দক্ষিণাঞ্চলে রামাত মাগশিমিম এলাকার আকাশে একটি ড্রোন আটকানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, উত্তরাঞ্চলে একটি সন্দেহভাজন ড্রোন শনাক্ত করে সেটিকে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

তবে ড্রোনটি কোথা থেকে আসছিল কিংবা এর লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে সেনাবাহিনী কোনো তথ্য প্রকাশ করেনি।

ইসরাইলে রাতভর ১০টিরও কম ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরাইলি সামরিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরান থেকে গতরাতে ১০টিরও কম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো তিন দফায় ছোড়া হয়। স্থানীয় সময় মধ্যরাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ইসরাইলের কেন্দ্র ও উত্তরাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরাইলি বাহিনীর বরাতে সংবাদমাধ্যমটি আরো জানায়, এসব হামলায় কোনো শহরে আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

প্রতিবেদনে বলা হয়, গত তিন রাতে ইরান ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরাইলের বেশ কয়েকটি কৌশলগত স্থাপনায় আঘাত হানে। যাতে অন্তত ২৪ জন নিহত হয়। এ প্রেক্ষাপটে গত রাতের হামলার মাত্রা তুলনামূলক অনেক কম।

সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে: ম্যাক্রোঁ

ইরান-ইসরাইল সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আজ (মঙ্গলবার, ১৭ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইরান-ইসরাইলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অর্জন করতে পারে, তবে তা খুবই ভালো একটি বিষয়।’

ইসরাইলে মার্কিন দূতাবাস আজও বন্ধ

ইসরাইলে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস আজও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসস্থান অথবা আশপাশেই অবস্থান করে আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, একই নির্দেশনা জারি করা হয়েছে তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের শাখা দূতাবাসেও, যা আজ বন্ধ থাকবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ দেওয়া দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে মার্কিন দূতাবাস ইসরাইল ত্যাগে মার্কিন নাগরিকদের সরাসরি সহায়তা বা সরিয়ে নেওয়ার মতো অবস্থানে নেই।

এই পরিস্থিতিতে ইসরাইলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সাবধানতা অবলম্বন এবং স্থানীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

ইরানে ইসরাইলি হামলায় কুয়েত-মিসরসহ ২১ মুসলিম দেশের নিন্দা

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র রাষ্ট্র মিসরসহ ২১ মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো।

এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরা।

অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার  সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।

সিএনএন জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে। তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের এই হঠাৎ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি—ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটা বলেছি!’

ইসরাইল-ইরান সংঘাত বন্ধে পুতিন-এরদোয়ান ফোনালাপ

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে ফোনালাপ করেছেন  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

ক্রেমলিনের বরাত দিয়ে মস্কো থেকে এএফপি জানায়, দুই নেতা অবিলম্বে ইসরাইল ও ইরানের সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, দুই নেতা ইরানের পরমাণু কর্মসূচিসহ বিতর্কিত বিষয়গুলো রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের প্রতি গুরুত্বারোপ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা চালিয়েছে ইসরাইল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ওই টেলিভিশন জানিয়েছে, ইসরাইলি হামলার শিকার হয়েছে প্রতিষ্ঠানটি।

আলজাজিরা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, একজন সংবাদ উপস্থাপক উপস্থাপনা করছেন, এরই মাঝে ওই গণমাধ্যমে হামলার ঘটনা ঘটে।

কেরমানশাহের হাসপাতালে ইসরাইলি হামলা, যুদ্ধাপরাধ বলছে ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকিয়ে বলেছেন, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে হাসপাতাল ও আবাসিক এলাকায় আক্রমণ হয়েছে। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং স্রেফ যুদ্ধাপরাধ।

কেরমানশাহর ফারাবি হাসপাতালে হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পরেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্সে এ মন্তব্য করেন।

ইরানি গণমাধ্যম জানিয়েছে যে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেহরানের পূর্ব ও পশ্চিমে ইসরাইলের হামলা

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে।

এছাড়া রাজধানীর পূর্বাঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম।

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ ঘোষণা করলো পাকিস্তান

ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব সীমান্ত বন্ধ ঘোষণা করলো পাকিস্তান। ইসরাইলের সঙ্গে টানা তিন দিন ধরে হামলা-পাল্টা হামলার মধ্যে রয়েছে ইরান।

এরই মধ্যে পাকিস্তান তার দেশের সীমান্ত বন্ধের এ ঘোষণা দিলো। এদিকে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে পাকিস্তান আকাশপথও বন্ধ করেছে।

তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করলো ইসরাইল

ইসরাইলি হামলায় হাসপাতাল আর নিরাপদ আশ্রয়ের খোঁজে আতঙ্কিত হয়ে পড়েছেন তেহরানের বাসিন্দারা। পশ্চিমাঞ্চলেও ইসরাইলের রক্তক্ষয়ী হামলার খবর নিশ্চিত করেছে ইরান।এমন হামলা-পাল্টা হামলার মধ্যেই সোমবার তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরাইল।

এক সপ্তাহ ধরে ইরানের আকাশসীমায় বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকার মধ্যেই দেশের ভেতরে ও বাইরে পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ।

'বিজয়ের পথে ইসরাইল', দাবি নেতানিয়াহুর

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল 'বিজয়ের পথে'। তিনি বলেন, ‘তার দেশের বিমান বাহিনী তেহরানের আকাশ নিয়ন্ত্রণে রেখেছে।

আজ (সোমবার, ১৬ জানুয়ারি) ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এবং চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সাথে মধ্য ইসরাইলের তেল নব বিমানঘাঁটি পরিদর্শনের সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূলের দিকে।

বেনিয়ামিন নেতানিয়াহু |ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরাইলি নিহত

ইরানের ছুড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরাইলের তেল আবিব ও উপকূলীয় শহর হাইফায়। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই হামলায় ধ্বংস হয়েছে ইসরাইলের বহু বাড়িঘর। আজ (সোমবার, ১৬ জুন) ভোরে এই মিসাইল ছুড়ে ইরান। এ ঘটনায় ইসরাইল কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে দিয়ে জানান, এই হামলায় তেহরানবাসীকে হামলার জন্য ‘মূল্য দিতে হবে এবং তা খুব দ্রুত সময়ে।’ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির পার্লামেন্ট পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ (নন-প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি) চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি বিল প্রস্তত করছে।

একইসঙ্গে ইরানের দাবি, তেহরান বরাবরই গণবিধ্বংসী অস্ত্র তৈরি করার বিরোধী অবস্থানেই থাকবে। নতুন বিলটি কয়েক সপ্তাহের মধ্যে প্রস্তুত হতে পারে বলে আশা করছে ইরান।

ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে ইউরোপীয় শক্তির প্রতি ইরানের আহ্বান

ইরানের ওপর মারাত্মক হামলা বন্ধ করতে, ইসরাইলের ওপর চাপ দেওয়ার জন্য সোমবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান ও ইসরাইলের মধ্যে চতুর্থ দিনের মতো লড়াই অব্যহত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডের উচিত ছিল ইহুদিবাদী সরকারের অপরাধের, বিশেষ করে নাতানজ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে তারা যে হামলা চালিয়েছে, খুব স্পষ্টভাবে তার নিন্দা জানানো।’ তিনি আরও বলেন, ইউরোপীয় শক্তিগুলোর উচিত ইসরাইলের ‘এই আগ্রাসন বন্ধ’ ও দেশটিকে ‘জবাবদিহি’ করার ওপর মনোনিবেশ করা।

সেজু