ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করে দিলো পাকিস্তান

ইরান ও পাকিস্তান সীমান্ত
ইরান ও পাকিস্তান সীমান্ত | ছবি: সংগৃহীত
1

ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব সীমান্ত বন্ধ ঘোষণা করলো পাকিস্তান। ইসরাইলের সঙ্গে টানা তিন দিন ধরে হামলা-পাল্টা হামলার মধ্যে রয়েছে ইরান। এরই মধ্যে পাকিস্তান তার দেশের সীমান্ত বন্ধের এ ঘোষণা দিলো। এদিকে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে পাকিস্তান স্থল সীমান্তের পাশাপাশি আকাশপথও বন্ধ করে দিয়েছে।

আজ (সোমবার, ১৬ জুন) দেশটির প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি, ওয়াশুক, পানজগুর, কেচ ও গোওয়াদার জেলার সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

চাঘির একজন সীমান্ত চৌকি কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে। তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা প্রয়োজনে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন |ছবি: সংগৃহীত

এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তেহরান-তেল আবিব সংঘাতকে কেন্দ্র করে ইরানের সঙ্গে নিজেদের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এর ফলে সীমান্তের উভয় পাশে শত শত মানুষ আটকা পরেছেন।

স্থানীয়দের আশঙ্কা, এ পদক্ষেপে কারণে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি জেলায় খাদ্য ও তেলের ঘাটতি দেখা দিতে পারে। প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এবং খাদ্য সরবরাহ ও ইরান থেকে আসা তেলের ওপর নির্ভরশীল।

সেজু