তুষারপাতের কবলে সৌদি আরব; শিলাবৃষ্টি-ঝড়ো হাওয়ার পূর্বাভাস

তুষারপাতে ঢেকে গেছে মরুভূমি
তুষারপাতে ঢেকে গেছে মরুভূমি | ছবি: সংগৃহীত
0

বিরল তুষারপাতের কবলে মরুদেশ সৌদি আরবের তাবুকসহ বেশ কয়েকটি অঞ্চল। বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে আনন্দে মেতেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব দৃশ্য দেখে অবাক নেটিজেনরা। তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। কাতারেও ঝড়েছে তুষার।

ইউরোপ-আমেরিকার মতোই শুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে তপ্ত মরুদেশ সৌদি আরব। ধূসর বালির প্রান্তর রাঙিয়ে দিয়েছে সাদা তুষার।

সৌদির সংবাদমাধ্যমগুলোর তথ্য বলছে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছে। এরমধ্যে তাবুক এবং হাইলের পাহাড়ি এলাকা অন্যতম। তবে বিরল তুষারপাতে সবচেয়ে বেশি ঢাকা পড়েছে জর্ডান সীমান্তবর্তী জাবাল আল-লাউজের উঁচু অঞ্চল।

আরও পড়ুন:

শুভ্র তুষারে ঢেকে পড়া এলাকাগুলোতে আনন্দে মেতেছেন বাসিন্দারা। বন্ধু ও পরিবার নিয়ে দূর থেকে তুষার দেখতে গেছেন অনেকে। গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথম তুষারপাতের দেখা পেয়েছেন বলে জানিয়েন অনেক সৌদি নাগরিক।

মরুভূমির বুকে তুষারপাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনসহ পুরো বিশ্ববাসীর মনে বাড়তি কৌতূহলের জন্ম দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি-না নিয়ে সন্দিহান হয়ে পড়েন অনেকে। তবে সন্দেহ দূর করেছে সৌদির জাতীয় আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানান, উঁচু এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এতে তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে।

তুষারপাতের সময় সড়ক পিচ্ছিল হওয়ার কারণে দুর্ঘটনার শঙ্কায় যানবাহন চলাচল ও ভ্রমণকারীদের সতর্ক থাকতে এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এমনকি দুর্ঘটনা এড়াতে তুষারপাত কবলিত এলাকাগুলোয় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন।

জ্যোতির্বিদদের দেয়া তথ্য বলছে, শীতকালে সৌদি আরবের উত্তরাঞ্চলে তুষারপাত নতুন বা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারেও বেশ কয়েকটি এলাকায় তুষারপাতের খবর পাওয়া গেছে।

ইএ