কাপ্তাই হ্রদে কায়াকিং বোট উল্টে নিহত ১

নিহত পর্যটকের মরদেহ
নিহত পর্যটকের মরদেহ | ছবি: এখন টিভি
0

রাঙামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পানিতে ডুবে ইফরাত উদ্দিন (২৬) এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার বাসিন্দা। লাইফ জ্যাকেট না থাকায় কায়াকিং বোট উল্টে এ প্রাণহানি ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সঙ্গে নিয়ে ভ্রমণে যান ইফরাত, ঢাকায় ফেরার কথা ছিল আজ সকালেই। কিন্তু সকালে ৬ বন্ধু মিলে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামেন। সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত উদ্দিন পড়েননি।

আরও পড়ুন:

এসময় দুর্ভাগ্যবশত ঘাটের অদূরেই কায়াকিং বোটটি ভারসাম্য হারিয়ে উল্টে গেলে ইফরাত ডুবে যান। পরে বন্ধুরা ৯৯৯ এ ফোন করে দুর্ঘটনার কথা জানালে উদ্ধার কাজে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাঙামাটি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবুল কালাম বলেন, ‘৯৯৯ এর ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে রাঙামাটি কতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’

এসএইচ