আজ (বুধবার, ৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন আয়োজিত সমুদ্র সম্পদ ব্যবহারের ধারণা ও নিশ্চিত করা সংক্রান্ত এক সম্মেলনে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
নসরুল হামিদ বলেন, ‘রিমালে ৩০ হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কাজ শেষ করতে বিদ্যুৎ বিভাগকে অনেক বেগ পেতে হচ্ছে। এজন্য লোডশেডিং সমস্যার সমাধান করতেও একটু সময় লাগছে।’
সম্মেলনে অংশ নিয়ে সমুদ্র অর্থনীতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কাজ চলছে, নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বাড়াতে কাজ চলছে, একের পর এক সোলার প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এলএনজি টার্মিনাল নির্মাণ, কয়লা বন্দরসহ জাইকার সহায়তায় সাগরের সম্পদ কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সরকার।'