চলতি মাসের মাঝামাঝিতেই কমবে গ্যাস সংকট: নসরুল হামিদ
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত একটি এলএনজি টার্মিনাল মেরামতের জন্য পাঠানো হয়েছে সিঙ্গাপুরে। সেটি ফেরত না আসায় দেশে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট চলছে। তবে চলতি জুলাই মাসের মাঝামাঝিতে এ সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।