আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) ঢাকার মাতুয়াইলে দুটি জায়গায় অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, তারা সরকারের নির্দেশ অমান্য করে সহায়ক বই বাধাই ও মুদ্রণের কাজ করছিল।
তিনি আরো জানান, শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই সময় মতো পৌঁছানোর উদ্দেশে সরকার গেল ডিসেম্বরে সংশ্লিষ্ট সকলকে সহায়ক বই মুদ্রণ, বাধাই ও সরবরাহ বন্ধ রাখার আদেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।