নানা আয়োজনে মেহেরপুর মুক্তি দিবস পালন

মেহেরপুর মুক্তি দিবস পালন
মেহেরপুর মুক্তি দিবস পালন | ছবি: এখন টিভি
0

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। আজ (শনিবার, ৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার সময় মেহেরপুরের শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর জেলার পক্ষে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে আহ্বায়ক সামসুল আলম সোনাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন পুষ্পমাল্য অর্পণ করেন।

আরও পড়ুন:

পুষ্পমাল্য অর্পণ শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা সংসদের আহ্বায়ক শামসুল আলম সোনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর।

অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস