শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে: প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
3

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে, এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম। আপিলে দণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

তিনি বলেন, ‘আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে। আইন অনুযায়ী, ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে।’

এম এইচ তামীম বলেন, ‘আশা করছি, এসময়ের মধ্যে আপিল নিষ্পত্তি হবে। অবকাশকালীন ছুটির পর এটি নিষ্পত্তির জন্য চেম্বার আদালতে যাবে প্রসিকিউশন।’

আরও পড়ুন:

এর আগে গত ২৭ নভেম্বর সাবেক এ প্রধানমন্ত্রীর সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেয়ার কথা জানান প্রসিকিউশন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলায় শেখ হাসিনাকে দুটি সাজা দেয়া হয়— একটি মৃত্যুদণ্ড, অপরটি আমৃত্যু কারাদণ্ড।

এখন এ আমৃত্যু কারাদণ্ডের জায়গায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করলো প্রসিকিউশন।

এসএস