আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন।
অভিযানে রাঙামাটি জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক-কর্মচারীদের অনুপস্থিতি পান। এছাড়া প্যাথলজিসহ বিভিন্ন সেবাপ্রদান ও ওষুধ সরবরাহে অনিয়ম-অবহেলা, হাসপাতালের ওষুধসহ বিভিন্ন কেনাকাটায় দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা।
আরও পড়ুন:
এসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, নার্স-কর্মচারীদের অনুপস্থিতি ও হাসপাতালের অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পান। পরে ওষুধসহ বিভিন্ন কেনাকাটায় টেন্ডার কাজের ফাইল, ওষুধের স্টক রেজিস্ট্রার, খাবার সরবরাহে অনিয়মসহ অভিযোগ পাওয়া বিভিন্ন কাজের কাগজপত্র যাচাই-বাছাই করেন দুদক কর্মকর্তারা।
এসময় জেলা সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খানসহ সংশ্লিষ্টরা বিভিন্ন ফাইল দেখান দুদক কর্মকর্তাদের।
দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, ‘বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা কিছু অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছি। বিভিন্ন রেকর্ডপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এসব রেকর্ডপত্রে গরমিল পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানের প্রতিবেদন ঢাকা অফিসে দাখিল করবো। সেখান থেকে নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’





