বান্দরবানের কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান আশ্রয়স্থল জেলা সদর হাসপাতাল । ২০১৯ সালে হাসপাতালটিকে ১০০ শয্যা থেকে আড়াইশো শয্যায় উন্নীত করার প্রকল্প হাতে নেয় সরকার । ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হয় নির্মাণ কাজ।
নতুন আড়াইশো শয্যার ভবনে রাখা হয়েছে আইসিইউ, সিসিইউ, আইসোলেশন ওয়ার্ড, সার্জারি ইউনিট, গাইনি ওয়ার্ডসহ আধুনিক চিকিৎসা অবকাঠামো। তবে জনবল সংকটে এখনো চালু হয়নি এটি।
আড়াইশো শয্যার ভবনটি চালু না হওয়ায় পুরনো একশ শয্যার ভবনেই চলছে জেলার কয়েক লাখ মানুষের স্বাস্থ্যসেবা। এখানে নেই আইসিইউ কিংবা সিসিইউর মতো জরুরি সেবা। ফলে সামান্য জটিল রোগের ক্ষেত্রেও রোগীদের পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষকে।
আরও পড়ুন:
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, ডাক্তারের সংকট রয়েছে। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। রোগীর তুলনায় হাসপাতালে জায়গা খুবই কম। নতুন হাসপাতাল দ্রুত চালু করার দাবি রোগীদের।
প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই দ্রুতই আধুনিক ২৫০ শয্যার এ হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে জানালেন সিভিল সার্জন।
বান্দরবান সিভিল সার্জন ডা. শাহীন হোসেন চৌধুরী বলেন, ‘২৫০ শয্যার হাসপাতাল চালু করার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অবকাঠামোগত দিক দিয়ে শেষ হলেও বৈদ্যুতের সংযোগ, পানির সংযোগ সঙ্গে জনবল প্রয়োজন। এসব কাজ শেষ করতে পারলে আমরা দ্রুত হাসপাতাল খুলে দিতে পারব।’
৩৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সদর হাসপাতালকে আধুনিক করে গড়ে তোলা হলেও জনবল সংকটে সুফল পাচ্ছেন না জেলাবাসী।




