বিএনপি ক্ষমতায় আসতে না পারলে দেশের রাজনৈতিক সংকট প্রকট হবে: মিন্টু

কথা বলছেন আবদুল আউয়াল মিন্টু
কথা বলছেন আবদুল আউয়াল মিন্টু | ছবি: এখন টিভি
0

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে দেশে রাজনৈতিক ও সামাজিক সংকট প্রকট আকারে ধারণ করবে বলে মন্তব্য করেছেন ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সকালে এক নির্বাচনি গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে দেশে রাজনৈতিক ও সামাজিক সংকট প্রকট আকারে ধারণ করবে। এতে সমাজ বিভক্ত হয়ে পড়বে। ফলে সমাজে কোনো ধরনের উন্নতি হবে না। ধানের শীষে ভোট দিলে ধর্ম-বর্ণ ও দল নির্বিশেষে সব মানুষ নিরাপদ থাকবে।’

বিএনপি ক্ষমতায় আসলে এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে মন্তব্য করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আপনারা আমাকে ভোটের মাধ্যমে সুযোগ দিয়ে কাছে রাখুন। সবসময় আপনাদের পাশে থাকবো।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যোগ্য ব্যক্তি উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তার নেতৃত্বে বিএনপি আগামীতে সরকার গঠন করবে।’

এর আগে আবদুল আউয়াল মিন্টু হাসান গনিপুর এক নির্বাচনি পথ সভায় বক্তব্য রাখেন। গণসংযোগের সময় স্থানীয় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন আবদুল আউয়াল মিন্টু।

এসএস