ইআবির ফাজিল পাশ পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত
6

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (Islamic Arabic University-IAU) অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের তিন বছর মেয়াদী ফাজিল (পাশ) পরীক্ষার ফল (Fazil Pass Exam Result) প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাশের হার ৯৩.৬৩ শতাংশ। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

একনজরে ফাজিল (পাশ) পরীক্ষার ফল ২০২৪
বিভাগ/বর্ষ পাশের হার (Pass Rate)
গড় পাশের হার৯৩.৬৩%
প্রথম বর্ষ৮৮.৮৪%
দ্বিতীয় বর্ষ৯৬.৪২%
তৃতীয় বর্ষ৯৭.৭১%
মোট উত্তীর্ণ পরীক্ষার্থী১,১১,৯৯৪ জন

আরও পড়ুন:

ফলের বিস্তারিত পরিসংখ্যান:

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ মিলিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৪ জন।

  • প্রথম বর্ষের পাশের হার (1st Year Pass Rate): ৮৮.৮৪ শতাংশ।
  • দ্বিতীয় বর্ষের পাশের হার (2nd Year Pass Rate): ৯৬.৪২ শতাংশ।
  • তৃতীয় বর্ষের পাশের হার (3rd Year Pass Rate): ৯৭.৭১ শতাংশ।

উল্লেখ্য যে, ৩০৯ জন শিক্ষার্থীর ফল সাময়িকভাবে স্থগিত (Result Withheld) রাখা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানিয়েছেন, স্থগিত ফলের জন্য আবেদন করার প্রয়োজন নেই; আগামী ৪৫ দিনের মধ্যে তা স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করা হবে।

ইআবির ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখবেন যেভাবে

শিক্ষার্থীরা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া আগামী রবিবার থেকে প্রতিষ্ঠান ভিত্তিক ফল (College-wise Result) ডাউনলোড করা যাবে। ভাইস চ্যান্সেলর ড. শামছুল আলম উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুন:


এসআর