আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনি এলাকার জনগণের কাছে ভোট চেয়ে বলেছেন, বিগত নির্বাচনে শুধু কেঁদেছি, এবার কাজের সুযোগ চাই।
পথসভায় মির্জা ফখরুল বলেন, ‘২০০১ সালের নির্বাচনে আমাদের মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকা দিয়ে মালা বানিয়ে আমাকে দিয়েছিলেন। সেই ভালোবাসার ঋণ আমি ভুলিনি।’
আরও পড়ুন:
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের পরিচিত মানুষ। ১৯৮৬ সাল থেকে আপনারা আমাকে চেনেন। তখন আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আজ পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারবে না যে, আমি আপনাদের আমানতের খেয়ানত করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি রাজনীতি করেছি বাপ-দাদার জমি বিক্রি করে। ঢাকায় যে গাড়ি ব্যবহার করি, সেটি ২০ বছর আগের। আজ যে গাড়িতে এসেছি, সেটিও আমার নয়—একজন সমর্থকের।’
ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। এবার সুযোগ এসেছে। আমাকে ধানের শীষে ভোট দিলে আমি সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারবো। আমি কাজ করা মানুষ।’
তিনি ভিক্ষা নিয়ে বাঁচতে চান না, বরং কাজ করে বাঁচতে চান উল্লেখ করে বলেন, ‘ঠাকুরগাঁওয়ে অনেক উন্নয়ন করতে হবে। আমাদের মা-বোন ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।’
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




