কৃষিকে ভালো রাখলে দেশের মানুষ ভালো থাকবে: তারেক রহমান

রাজশাহীতে জনসভায় তারেক রহমান
রাজশাহীতে জনসভায় তারেক রহমান | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে নির্বাচনি প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের অধিকাংশ মানুষ কৃষি কাজে জড়িত। তাই কৃষিকে ভালো রাখলে দেশের মানুষ ভালো থাকবে। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

দেশের কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকার কৃষিলোন মওকুফ করা হবে। কৃষককে সহযোগিতা করতে তাদের কৃষিকার্ড দেয়া হবে।’

তারেক রহমান তার বক্তব্যে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমরা সরকার গঠন করলে বরেন্দ্র সেচ প্রকল্প ও পদ্মা ব্যারেজের নির্মাণকাজে অগ্রাধিকার ভিত্তিতে হাত দিতে চাই। যত দ্রুত সম্ভব আমরা এ কাজ শুরু করব।’

এ সময় তিনি আরও তিনি উল্লেখ করেন, ‘এ প্রকল্পের বাস্তবায়ন হলে তার সুফল কেবল রাজশাহীর মানুষই পাবে না, বরং ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়ের কৃষকরা পর্যন্ত এর সুবিধা ভোগ করবেন।’

আরও পড়ুন:

উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ওই অঞ্চলের প্রতিটি মানুষকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি।

নির্বাচনি প্রতিশ্রুতিতে তিনি বলেন, ‘আমরা রাজশাহীর আইটি পার্ক সচল করবো, ট্রেনিং দিয়ে মা-বোনদের দক্ষকর্মী হিসেবে গড়ে তুলবো। দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামেলি কার্ড বিতরণ করবো। রাজশাহীতে আমরা বিশেষায়িত হাসপাতাল করতে চাই, যেন বৈদেশিক মুদ্রা দেশে থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা ঝগড়া বিবাদে যেতে চাই না, কোনো সমালোচনা করলে পেট ভরবে না, আমি কারো সমালোচনায় যেতে চাই না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারকে সঠিক তদন্ত করতে হবে। আমরা সহযোগিতা করবো।’

জনসভায় সবার উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা হিন্দু-মুসলিম সকলকে নিয়ে থাকতে চাই। আজ গণতন্ত্রকে রক্ষা করার সময়।’

এফএস