নির্বাচন ক্ষতিগ্রস্ত করতে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
0

একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে; কীভাবে এ নির্বাচনের ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায় সে চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাজশাহীতে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। জনগণ যদি ১২ তারিখে সতর্ক থাকে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন, ইনশাল্লাহ এই বাংলাদেশে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন। জনগণের প্রত্যাশা, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা যেসব আছে সেসব বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু করা হবে। 

রাজশাহীর ভূ-প্রকৃতি ও শিক্ষা নগরীর অবস্থা তুলে ধরে তিনি জানান, এ নগরীতে বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা-বোন ও ফ্যামিলির জন্য কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে যেখানে কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হবে। 

তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই বলেন, ‘বিএনপি সরকার গঠন করলেই রাজশাহীর পদ্মা নদীতে অ্যান্টি ফারাক্কা বাঁধ করা হবে। পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব।’ 

আরও পড়ুন:

তিনি আরও বলেন,  ‘এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ। এই কাজগুলো ইনশাল্লাহ ১২ তারিখে ধানের শীষ জয়যুক্ত করলে পরে ১৩ তারিখ থেকে শুরু হবে।’

এসময় রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে ১২ তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা। আর এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখা।’ 

জনসভায় সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ এবং সঞ্চালনায় ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এএম