বিএনপি ভুয়া ফ্যামেলি কার্ডের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছে: আসিফ মাহমুদ

কথা বলছেন আসিফ মাহমুদ
কথা বলছেন আসিফ মাহমুদ | ছবি: সংগৃহীত
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি বিভিন্ন জায়গায় ভাতার কথা বলে ভুয়া ফ্যামেলি কার্ডের মাধ্যমে, বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তরুণদের নামে মাত্র ভাতা দিয়ে পরনির্ভরশীল না করে কর্মস্থল বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল করতে চাই।’

আজ (বুধবার, ২৮ জনুয়ারি) সকালে কুমিল্লা দেবিদ্বারে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সুপার মার্কেট এলাকায় নির্বাচনি পদযাত্রা ও গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু কিছু টাকা দিয়ে সারা জীবন অসহায় এবং পরনির্ভরশীল করে রাখার থেকে তার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে; তাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তেলার মাধ্যমে, আত্মনির্ভরশীল এবং মর্যাদাবান হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিতে চাই।’

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দল কোথাও ফ্যামিলি আবার কোথাও কৃষি, শ্রমিক কার্ড নামে নতুন চাঁদাবাজি পরিকল্পনায় নেমেছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘১১ দলীয় জোট এ দেশের মানুষের একটি মুক্তির জোট গঠিত হয়েছে। নির্বাচিত হলে সার্বিক মুক্তির জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে এ জোট।’

সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশজুড়ে ১১ দিনব্যাপী এ নির্বাচনি পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি।

এফএস