‘ভোট কেনাবেচা ঠেকাতে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে’

চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইসি সানাউল্লাহ
চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইসি সানাউল্লাহ | ছবি: এখন টিভি
0

ভোট কেনা-বেচা ঠেকাতে এবার প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এসময় মোবাইল এজেন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন করলে দ্রুত ব্যবস্থা নিতে রিটানিং কর্মকর্তাদের নির্দেশনাও দেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, মানুষের কাছে রাজনৈতিক দল এবং প্রাপ্তি সমর্থকদের কাছে নির্বাচন কমিশনের কাছেই সবচেয়ে ভোট নিরাপদ। নির্বাচন আনন্দের বিষয়, এখানে চাপ সৃষ্টি কিংবা ভয় দেখানো আমাদের কাজ নয়। কিন্তু যারা নির্বাচনকে সামনে রেখে ভয়-ভীতি চাপ সৃষ্টি করতে চান, তারা যেন ভয় পান।’

তিনি বলেন, ‘নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। তিনটি মৌলক পয়েন্টে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা রেখে নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে। তাদেরকে তদন্ত ও বিচারিক কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা এবং বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানও এ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত।’

সুষ্ঠু গণতান্ত্রিক অনুশীলন নিশ্চিত করা গেলে অতীতে অনেক দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি হতো না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না।’

এছাড়া সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা একতরফা নির্দেশনা দেয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর আর্মি ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

এসএইচ