নির্বাচন ও গণভোট ২০২৬: টানা ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) এবং সংবিধানের ৮৪টি সংস্কার প্রস্তাবের ওপর গণভোট (Referendum) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির বিস্তারিত জানানো হয়েছে।

নির্বাচনের টানা ৩ দিনের ছুটির ক্যালেন্ডার একনজরে (Holiday Calendar)

তারিখ (Date)দিনের নাম (Day)ছুটির ধরন (Type of Holiday)
১০ ফেব্রুয়ারিমঙ্গলবারশিল্পাঞ্চলের জন্য বিশেষ ছুটি (Industrial Area Only)
১১ ফেব্রুয়ারিবুধবারসারাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি (General Holiday)
১২ ফেব্রুয়ারিবৃহস্পতিবারসারাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি (General Holiday)
১৩ ফেব্রুয়ারিশুক্রবারসাপ্তাহিক ছুটি (Weekly Holiday)

আরও পড়ুন:

ছুটির সময়সূচি ও ব্যাপ্তি (Holiday Schedule & Scope)

উপদেষ্টা পরিষদের (Advisors' Council) সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি (Public Holiday on Executive Order) থাকবে। এর সাথে শুক্রবারের নিয়মিত ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন।

কাদের জন্য এই ছুটি প্রযোজ্য? (Who is covered by this holiday?)

প্রজ্ঞাপন অনুযায়ী, এই ছুটি দেশের সকল:

  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান (Government, Semi-government, and Autonomous organizations)।
  • বেসরকারি অফিস ও সংস্থা (Private offices and organizations)।
  • সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী (Teachers and students of all educational institutions)।

আরও পড়ুন:

শিল্পাঞ্চলের জন্য বিশেষ নির্দেশনা (Special Instructions for Industrial Areas)

শ্রমিকদের ভোটাধিকার (Voting Rights) নিশ্চিত করতে শিল্পাঞ্চলের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি (Special Holiday for Industrial Workers) ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:

এসআর