গতকাল প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় রাজশাহী ওয়ারিয়র্স। তবে ফাইনালে পা রাখার লক্ষ্যে আজ (বুধবার, ২১ জানুয়ারি) সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে পদ্মা পাড়ের দলটি।
আরও পড়ুন:
ফলে কোনো বিশ্রামের সুযোগ পাচ্ছেন না উইলিয়ামসন। সকালে পা রেখে সন্ধ্যায় মাঠে নেমে পড়তে হবে তাকে। দক্ষিণ আফ্রিকার এসএ-টুয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলছিলেন কিউই তারকা। সেখানে তার দলের বিদায়ে নিশ্চিত হয় বাংলাদেশে আসার বিষয়টি।
নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল এ ক্রিকেটার এর আগে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও, বিপিএলে এবারই প্রথম খেলতে নামবেন। আন্তর্জাতিক ও ঘরোয়া বিভিন্ন আসর মিলিয়ে টি-টোয়েন্টিতে প্রায় দশ হাজার রান আছে উইলিয়ামসনের।





