এলিমিনেটরে লো-স্কোরিং ম্যাচ, আবারও বিতর্কে মিরপুরের পিচ

বিসিবি লোগো ও লিটন দাস
বিসিবি লোগো ও লিটন দাস | ছবি: এখন টিভি
0

আবারও সমালোচনার কেন্দ্রে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ। বিপিএল ২০২৬ আসরের এলিমিনেটর ম্যাচে লো-স্কোরিং ম্যাচের পর পিচ নিয়ে সমালোচনা করেছেন দর্শক থেকে শুরু করে রংপুর অধিনায়ক লিটন দাসও।

২৪০ বলে উঠলো, মোটে ২২৩ রান। হালের বাজ বল যুগে টেস্ট ফরম্যাটকেও লজ্জায় ফেলে দিতে পারে রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স ম্যাচ। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও নেতিবাচক শিরোনাম পিচ।

শেষ বলে ক্রিস ওকসের ছক্কায় ম্যাচ রঙিন হলেও এমন ধীরগতির ম্যাচ দেখে বিরক্ত দর্শকরাও। টিকিট কেটে এমন ম্যাচ দেখতে নারাজ তারা

পরিসংখ্যান বলছে ক্রমেই নামছে গড় রানের গ্রাফ। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে একেবারেই ব্যাটিং সহায়ক না শেরে বাংলার উইকেট। তাই তো ভক্তদের পাশাপাশি পিচ নিয়ে বিরক্তি ঝরেছে রংপুর অধিনায়ক লিটন দাসের কণ্ঠেও।

আরও পড়ুন:

লিটন দাস বলেন, ‘কোয়ালিফায়ার ম্যাচ এমন একটা সিচুয়েশনে খেলা চলছে যেখানে ডু অর ডাই অবস্থা। পিচ যদি সম্পূর্ণ বোলারের ফেভারে দিয়ে দিলে তো আর ক্রিকেটটা হলো না। আমার মনে বেটার উইকেট উভয় টিম আশা করছিল। ম্যাচ আমরা হারতেই পারতাম, সেটাতে আমাদের সমস্যা নেই, কিন্তু ক্রিকেটটা ক্রিকেটের মতো হলেই ভালো হতো।’

গামিনি ডি সিলভা থেকে টনি হেমিং. বারবার সমালোচনা করার পরেও বিসিবি যেন রান ফেরাতেই পারছে না মিরপুরের এই উইকেটে। রান ফেরাতে ঠিক কোন পথে হাঁটবে ক্রিকেট বোর্ড, সেটাও অনেকটা অজানা।

এএম