অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে শুরু এবারের বিপিএল

সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো এবারের বিপিএল
সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো এবারের বিপিএল | ছবি: সংগৃহীত
0

শুরু হলো দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি–টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জমকালো আতশবাজি বা দীর্ঘ আয়োজন নয়, একেবারেই সংক্ষিপ্ত ও অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই যাত্রা শুরু করলো বিপিএলের এবারের আসর।

সিলেট স্টেডিয়ামে পর্দা উঠলো বিপিএলের দ্বাদশ আসরের। তবে রঙিন এ টুর্নামেন্টের শুরুটা ছিল আবেগঘন ও ব্যতিক্রমী। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের শুরুতেই পালন করা হয় এক মিনিটের নীরবতা।

নীরবতার সেই মুহূর্তে রাজশাহী ওয়ারিয়র্সের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের মোনাজাতের দৃশ্য ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়। আবেগ, শ্রদ্ধা আর ক্রিকেট— এ তিনের মিলনেই শুরু হলো এবারের বিপিএল।

আরও পড়ুন:

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিসিবির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে ক্রিকেটপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুন্দর ও প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। কোনো বাড়তি আনুষ্ঠানিকতা ছাড়াই এরপর শুরু হয় প্রতীক্ষিত প্রথম ম্যাচ।

মাঠে নামার সঙ্গে সঙ্গেই দর্শকদের উচ্ছ্বাস জানান দেয় বিপিএল মানেই বাড়তি উত্তেজনা। গ্যালারিতে উপস্থিত দর্শক এবং টেলিভিশনের পর্দায় চোখ রাখা কোটি ভক্ত সবাই যেন এক সুতোয় বাঁধা বিপিএলের রোমাঞ্চে।

অনাড়ম্বর শুরু হলেও প্রত্যাশা একটাই— আগামীর দিনগুলোতে বিপিএল উপহার দেবে হাড্ডাহাড্ডি লড়াই, নাটকীয় মুহূর্ত আর নতুন তারকার উত্থান।

উল্লেখ্য, বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এ ম্যাচে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে ৮ উইকেটে হারায় তার দল রাজশাহী।

এসএইচ